২৯ মার্চ ২০১২, শুক্রবার, ০১:০৩:০১ অপরাহ্ন


প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা ২৪ সেপ্টেম্বর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০৮-২০২২
প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা  ২৪ সেপ্টেম্বর


জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে নিউইয়র্কে আসছেন। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকা থেকে লন্ডন যাবেন। সেখানে একদিন যাত্রা বিরতির পর ১৮ সেপ্টেম্বর লন্ডন থেকে নিউইয়র্ক আসবেন।

নিউইয়র্কে এসে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয়া ছাড়াও প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা সভায় যোগ দেবেন। এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর ম্যানহাটনের একটি হোটেলে। তবে তিনি সরাসরি নয় ভার্চ্যুয়ালি ভাষণ দেবেন। যদিও তিনি প্রথমে সরাসরি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পক্ষে ছিলেন। কিন্তু নিউইয়র্কে করোনা মহামারি বৃদ্ধি এবং মাঙ্কি ফক্স বৃদ্ধির কারণে ভার্চ্যুয়ালি ভাষণ দেবেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস শুরু হয়েছে। তারা প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ শীর্ষ নেতারা এখন বাংলাদেশে। জানা গেছে, আগামী সপ্তাহেই তারা বাংলাদেশ থেকে নিউইয়র্ক আসবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

শেয়ার করুন