২৭ এপ্রিল ২০১২, শনিবার, ০৫:৪২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


বাংলাদেশকে বিদায় করে সুপারফোরে শ্রীলঙ্কা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২২
বাংলাদেশকে বিদায় করে সুপারফোরে শ্রীলঙ্কা জয়ের পর শ্রীলঙ্কান ক্রিকেটাররা /ছবি সংগৃহীত


এশিয়া কাপে টিকে থাকা ও প্রেস্টিজিয়াজ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ। কেননা আফগানদের কাছে পরাস্ত হওয়াকে আড়াল করতেই শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের প্রয়োজন ছিল। কিন্তু সবকিছু পেছনে ফেলে লজ্জাজনক এক হার নিয়ে বিদায় নিল সাকিবরা দুবাইয়ের এশিয়া কাপ থেকে। 

এর আগে দুবাইয়ে অনুষ্টিত বিশ্বকাপেও ব্যার্থতা ছিল। সেটা অব্যাহত থাকলো দীর্ঘদিন পর খেলা এশিয়া কাপেও। বাংলাদেশ দল এ ম্যাচে ব্যাটিং সহায়ক উইকেটে ভাল করেছিল। কিন্তু বল হাতে এবার ব্যার্থ। ফিল্ডিংয়েও। 

এ ম্যাচে টসে হেরে প্রথম ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছিল ১৮৩ রান। মিরাজ (৩৮) আফিফ (৩৯), মাহমুদুল্লাহর (২৭) ব্যাটিং নৈপুন্যে ওই রান করেছিল বাংলাদেশ।

জবাবে খেলতে নেমে শ্রীলঙ্কা প্রয়োজনীয় রান রেটের দিকে নজর দিয়ে ব্যাটিং করে। উইকেটের পতন হলেও ক্রিজে যে আসে সে ওই রেট ঠিক রেখে এগিয়ে নিলে শেষ পর্যন্ত জিতে যায় ম্যাচ চার বল হাতে রেখে দুই উইকেটে। এতে করে শ্রীলঙ্কা উঠে গেল সুপার ফোরে। ৩৭ বলে ৬০ রান করেন কুশল মেন্ডিস। মুলত তার ব্যাটিংয়েই জিতেছে শ্রীলঙ্কা। অবশ্য বাংলাদেশের ক্যাচ ড্রপের ঘটনাও শ্রীলঙ্কাকে অ্যাডভান্টেজে নিয়ে গেছে।   


শেয়ার করুন