২৯ মার্চ ২০১২, শুক্রবার, ০৭:১৫:১৯ পূর্বাহ্ন


এস্টোরিয়ায় জালালাবাদ ভবনে সোনালী এক্সচেঞ্জের নতুন শাখা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২২
এস্টোরিয়ায় জালালাবাদ ভবনে সোনালী এক্সচেঞ্জের নতুন শাখা জালালাবাদ ভবনে সোনালী এক্সচেঞ্জের এস্টোরিয়া শাখা


অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জ প্রবাসী বাংলাদেশিদের আস্থা এবং বিশ্বাসের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে সোনালী এক্সচেঞ্জের ১০টি শাখা রয়েছে। এই শাখা রয়েছে জ্যাকসন হাইটসে, এস্টোরিয়ায়, আটলান্টায়, ব্রুকলিনে, ব্রঙ্কসে, জ্যামাইকায়, ম্যানহাটানে, মিশিগানে, ওজনপার্কে এবং নিউজার্সির পেটারসনে। প্রতিটি শাখাই বাংলাদেশি অধ্যুষিত এলাকায়। এর মধ্যে এস্টোরিয়া শাখা ছিলো একটু দূরে ছিলো। যে কারণে সুযোগ পেয়েই এই শাখা এস্টোরিয়ার বাংলাদেশি অধ্যুষিত ৩৬ এভিনিউতে চলে এসেছে। সদ্য ক্রয়কৃত ৩৬-০৭, ৩১ স্ট্রিটে একেবারেই সাবওয়ের পাশে, সবার হাতের নাগালে জালালাবাদ ভবনের ফার্স্ট ফ্লোরে নিয়ে আসা হয়েছে। সোনালী এক্সচেঞ্জের সিইও দেবশ্রী মিত্র বলেন, আমরা এস্টোরিয়াতে দীর্ঘদিন ধরেই বাঙালিদের হাতের নাগালে একটি সুযোগ খুঁজছিলাম। অবশেষে পেয়েও গেলাম। তিনি প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেন, আপনারা বৈধপথে অর্থ প্রেরণ করুন এবং দেশ সেবায় আত্মনিয়োগ করুন। তিনি আরো বলেন, প্রবাসীদের গ্রাহকদের স্বার্থেই আমরা এখন অর্থ প্রেরণ করতে কোন ফি নিচ্ছি না। তিনি আরো বলেন, সেই সাথে তো রয়েছে আড়াই পার্সেন্ট প্রণোদনা। তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণ না করে সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ প্রেরণ করতে।

এস্টোরিয়ার ৩০ অ্যাভিনিউতে সোনালী এক্সচেঞ্জের এই শাখা ৩৬ স্ট্রিটে স্থানান্তর করা হলো। নতুন এই শাখা উদ্বোধন করা হয় গত ১১ নভেম্বর। এদিন জুমার নামাজ শেষে উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশেষ দোয়া পরিচালনা করেন এস্টোরিয়ার আল আমিন মসজিদের ইমাম ও খতিব মওলানা লুৎফর রহমান চৌধুরী। এই সময় আরো উপস্থিত ছিলেন সোনালী এক্সচেঞ্জের প্রধান নির্বাহী দেবশ্রী মিত্র, কর্পোরেট অফিস ম্যানহাটনের ম্যানেজার শাহাদাত হোসেন, জ্যাকসন হাইটস শাখার ম্যানেজার নবাব হোসেন।

অনুষ্ঠানে কমিউনিটির সর্বস্তরের শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন