৩০ এপ্রিল ২০১২, মঙ্গলবার, ৬:১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতিভা বিকাশে কোন ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না’ সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬


কুমিল্লা নামে বিভাগের দাবিতে নিউইয়র্কে গণসমাবেশ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৭-২০২৩
কুমিল্লা নামে বিভাগের দাবিতে নিউইয়র্কে গণসমাবেশ অনুষ্ঠানে উপস্থিতির একাংশ


কুমিল্লা নামেই বিভাগের দাবিতে যুক্তরাষ্ট্রে সর্বদলীয় প্রবাসী নেতৃবৃন্দের অংশগ্রহণে গত ৩ জুলাই সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণসমাবেশে  সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির আহবায়ক সারওয়ার খান বাবু। কমিটির সদস্য সচিব সাংবাদিক এসএম সোলায়মানের সঞ্চালনায় নিউইয়র্কে বসবাসরত বৃহত্তর কুমিল্লার সর্বদলীয় শতাধিক নেতৃবৃন্দ মতামত ব্যক্ত করেন।

সভাপতিসহ  বক্তাগণ এক বাক্যে  বলেন, কুমিল্লা নামে বিভাগের পক্ষে একমাত্র জোরালো ভূমিকা রাখছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজি আকম বাহার উদ্দিন বাহার। জাতীয় সংসদে তিনি একাধিকবার কুমিল্লা নামে বিভাগের দাবি তুলেন। কিন্তু দু:খের বিষয় বৃহত্তর কুমিল্লার একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী ও অন্যান্য সংসদ সদস্যরা এই বিষয়ে কোন কথাই বলছেন না। হাজি বাহার বিগত ১৫ বছর ধরে জাতীয় সংসদ এবং সংসদের বাইরে দাবির পক্ষে সোচ্চার রয়েছেন। শুধু তাই আমরা টেলিভিশন লাইভে দেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও তিনি কুমিল্লা বিভাগের দাবি নিয়ে ১০ মিনিট যুক্তি এবং  পালটা যুক্তিতর্ক করেছেন। এমনিভাবে  জেলার সকল মন্ত্রী ও সাংসদ বা কুমিল্লার সকল দলের রাজনৈতিক নেতারা দাবি তুললে বহু আগেই কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন হতো। আমাদের প্রবাসীদের উচিত নিজ নিজ এলাকার সাংসদ ও জাতীয় নেতৃবৃন্দের সাথে এই বিষয় নিয়ে দাবি তোলা। 

বৃহত্তর কুমিল্লাবাসী একজোট হলে সরকার অবশ্যই কুমিল্লা নামেই বিভাগ দিবে। ধারাবাহিকভাবে স্বারকলিপি, গণ স্বাক্ষর, মানববন্ধনসহ আগামীতে আরও আরো কর্মসূচির ঘোষণা দেয় কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটি, যুক্তরাষ্ট্র।

গণসমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড মেম্বার ও বৃহত্তর কুমিল্লার সাবেক সভাপতি এমদাদুল হক কামাল, বাংলাদেশি আমেরিকান এডভোকেসি গ্রুপের সভাপতি মূলধারার নেতা জয়নাল আবেদীন, বাংলাদেশ সোসাইটির যুগ্ম সম্পাদক ও কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী,  বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার বাবুল চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা তপন জামান, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, নিউইয়র্কে কুমিল্লা মহানগর সভাপতি আনোয়ারুল ইসলাম রুমি, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সহসভাপতি মিয়া মোহাম্মদ দুলাল, কুমিল্লা সোসাইটি নর্থ সাবেক সভাপতি প্রফেসর মনির খান, রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি ফখরুল ইসলাম মাসুম, শাপলাওয়েল ফেয়ার এসোসিয়েটসের রুহুল আমিন, কুমিল্লার সাবেক কৃতি ফুটবলার লিটন ভূইয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব আবদুস সবুর, ওয়ার্ল্ড ট্রাভেল এন্ড ট্যুর সিইও শামছুদ্দিন বশির, বাংলাদেশ সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ডালিম, হৃদয়ে নারায়ণগঞ্জের সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম, হারুণ ভুইয়া, রাশেল সরকার,  ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন, সাজ্জাদ হোসাইন, মাইনুল আবেদীন, ইউছুপ, সুলতান আল নাহিয়ান, মোহাম্মদ হাসান, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম লিটন, মোহাম্মদ মোজাহিদুল, মিজানুর রহমান, নজরুল ইসলাম, এসকে আবেদ, ইকবাল আনসারি, নূরা আলম তুষার, মোহাম্মদ শামীম, এমডি আর হোসেন, ফারহানা আক্তার, মুক্তা খান, মোহাম্মদ আমজাদ হোসেন, শাহ মোয়াজ্জেম, মোহাম্মদ তুহীন মিয়া, মাহরুফুল হক, মোহাম্মদ আর আমিন, মোহাম্মদ আল আমিন, এএফএম জে আমিন, মোহাম্মদ এম আহমেদ, সাঈদুর রহমান সাঈদ, দেওয়ান কাওছার, খোকন আশরাফ, আলহাজ্ব নূরুল ইসলাম, রকিবুল হাসান ভুইয়া, আবু আহমেদ, শাহাদাত হোসেন, রোকনুজ্জামান, শফিকুল ইসলাম, দোলোয়ার হোসাইন, আব্দুস সবুরসহ বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ। গণসমাবেশে  ছাড়াও অন্যান্য জেলার নেতৃবৃন্দ কুমিল্লা নামে বিভাগের দাবির সমর্থনে অংশ নেন।

শেয়ার করুন