২০ এপ্রিল ২০১২, শনিবার, ০৯:১৩:৪৪ পূর্বাহ্ন


নতুন মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৩-০১-২০২৩
নতুন মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন মো: মাহবুব হোসেন/ফাইল ছবি


নতুন মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন। মঙ্গলবার (৩ জানুয়ারী) তাকে এ নিয়োগ দেয়ার খবর জানায় জনপ্রশাসন মন্ত্রনালয়। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। 

মো: মাহবুব হোসেন ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন। তিনি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব। এর আগে গত ১১ ডিসেম্বর ২৩ তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ১১ই ডিসেম্বর ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। 

তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন। তবে চাকরির মেয়াদ শেষ হওয়ায় ক’দিন আগে (১৯ দিন পর) নিয়োগ পাওয়া বর্তমান মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে অবসরে পাঠানো হয়েছে। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

উল্লেখ্য, এর আগে মো: মাহবুব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসেবে দ্বায়িত্ব পালণ করে এসেছেণ।  


শেয়ার করুন