২৩ এপ্রিল ২০১২, মঙ্গলবার, ০১:০৩:৪৩ অপরাহ্ন


বাংলাদেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২৩
বাংলাদেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর


শাওয়ালের চাদ  দেখা সাপেক্ষে বাংলাদেশে আজ (শনিবার) উদযাপিত হচ্ছে মুসলমানদের সর্ববৃহৎ উৎসব ঈদুল ফিতর। মুলত সৌদি আরবে আগের দিন ঈদ উদযাপনের সুবাদে বাংলাদেশে ঠিক পরের দিন শনিবার ঈদ উদযাপনের বিষয়টি কর্নফার্ম হয়েছিল। তবুও ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটি কর্তৃক বাংলাদেশের আকাশে চাঁদ দেখা সাপেক্ষে শুক্রবার রাতেই বিষয়টি নিশ্চিত হয়। 

ইসলামিক ফাউন্ডেশনের ঘোষনার পর থেকেই ঈদের খুশী ছড়িয়ে পরে দেশের মুসলমানদের মাঝে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ ঈদুল ফিতরের খুশীতে মেতে উঠবে মুসলমানরা। দিনটি উদযাপনে নানা কর্মসূচী নেয়া হয়েছে। মুসলমানরা একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।


দীর্ঘদিন পর এবার রাজধানী ঢাকা থেকে গ্রাম ও মফস্বল অভিমুখী মানুষ নিরাপদভাবে ও নির্বিঘ্নে যাত্রা করে গন্তব্যে পৌছাতে পেরেছেন। তবে শবে কদরের ছুটি থেকেই ঈদের ছুটি শুরু হওয়ায় সময় নিয়ে মানুষ ঈদ উদযাপনে গন্তব্যে যেতে পেরেছেন।  এ উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বার্তায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। 


শেয়ার করুন