০৩ মে ২০১২, শুক্রবার, ০৫:০৯:২২ পূর্বাহ্ন


বাংলাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৯-০৪-২০২৪
বাংলাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি


প্রচন্ড তাপে পুড়ছে বাংলাদেশ। গরমে অতিষ্ট মানুষ। চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের উত্তর প্রান্তের চুয়াডাঙ্গায়। শুক্রবার বিকাল ৩টায় ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসে আদ্রতা ছিল ১৭ শতাংশ। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই রোদ আর গরমে। প্রখর রোদে পথ-ঘাট সব কিছুই উত্তপ্ত। সব থেকে বেশি কষ্ট পাচ্ছেন খেটে খাওয়া শ্রমিকরা।


এর আগে বৃহস্পতিবার ৪০ দশমিক ৪ ডিগ্রি, বুধবার ৪০ দশমিক ৮ ডিগ্রি ও মঙ্গলবার ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল; যা ছিল সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।

গত কদিন ধরেই প্রচণ্ড গরম চলছে দেশের সব অঞ্চলেই। এতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এ অবস্থায় দেশব্যাপী তিন দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি আজ (শুক্রবার, ১৯ এপ্রিল)  দেশব্যাপী তিন দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।


শুক্রবার আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারির কথা জানানো হয়। এতে বলা হয়- দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আরও তিন অব্যাহত থাকতে পারে। পাশাপাশি তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে বলে জানানো হয়। এছাড়া সারা দেশে হিট আল্যার্ট জারি থাকলেও কিছু স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শেয়ার করুন