২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০১:৩৯:১৫ পূর্বাহ্ন


নিউইয়র্কে ড. এ কে আব্দুল মোমেন
জেএফকে বিমান আসবে তবে আপনাদের লবিং করতে হবে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৪-২০২২
জেএফকে বিমান আসবে তবে আপনাদের লবিং করতে হবে বক্তব্য রাখছেন ড. এ কে আব্দুল মোমেন


বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক বর্তমানে সবচেয়ে শক্তিশালী অবস্থায় রয়েছে। আপনারা জানেন কানাডাতে বাংলাদেশ বিমান এসেছে। নিউইয়র্কেও বাংলাদেশ বিমান আসবে, তবে এর জন্য আপনাদের লবিং করতে হবে-নিউইয়র্কে জ্যামাইকার তাজমহল পার্টি হলে গত ৭ এপ্রিল সন্ধ্যায় ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ক‚টনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উত্সব উদযাপন’ উপলে শহীদ শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখা ও নিউ আমেরিকান ভোটারস অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

শহীদ শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসানের সভাপতিত্বে এবং নিউ আমেরিকান ভোটারস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. দিলিপ নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আসন্ন ডেমোক্রেটিক প্রাইমারিতে নিউইয়র্ক স্টেট গভর্নর প্রার্থী কংগ্রেসম্যান টম সোয়াজি, মূলধারার রাজনীতিক এলিজাবেথ ক্রাউলি, কাউন্সিলওম্যান নাটালি লি প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহীদ শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ডা. আবুবকর সিদ্দিক। উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি ড. এম মনোয়ার হোসেন, কনসাল জেনারেল ড. মো. মনিরুল ইসলাম, শহিদ শেখ কামাল স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী আব্দুর রহিম বাদশা, ডেমোক্রেট নেতা মোর্শেদ আলম, ডা. বর্ণালী হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফরাসত আলী, রমেশ নাথ, সহ-সভাপতি সৈয়দ বশারত আলী, সাংগঠনিক সম্পাদক চন্দন দত্ত, জনসংযোগ সম্পাদক কাজী কয়েস, কৃষিবিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, বানিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম, কার্যকরী সদস্য মুক্তিযোদ্ধা সরাফ সরকার, হিন্দাল কাদের বাপ্পা, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আব্দুস শহীদ, বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি অ্যাডভোকেট মো. নাছির উদ্দিন, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোর্শেদা জামান, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা ইফজাল চৌধুরী, নুরুল ইসলাম প্রমুখ।


ড. এ কে আব্দুল মোমেনের সাথে নেতৃবৃন্দ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক‚টনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে আসতে পেরে আমি গর্বিত। ক‚টনীতির এই সুবর্ণ সময়ে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রশংসা করে চিঠি দিয়েছেন। তিনি বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরুদ্ধ গতিতে। সর্বেেত্র বিস্ময়কর উন্নতি বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন শেখ হাসিনা। দেশের মানুষ সুযোগ পেয়েছে সুন্দর জীবন গড়ার।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, নিউইয়র্ক-ঢাকা রুটে ফাইট চালুর জন্য বাংলাদেশ সরকার সকল শর্ত পূরণ করেছে। এখন আমরা যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্তের অপোয় আছি। তিনি দেশের সামগ্রিক উন্নয়নে প্রবাসীরা অসাধারণ অবদান রাখছে উল্লেখ করে নিউইয়র্ক-ঢাকা রুটে ফাইট চালুর ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারকে দ্রুত পদপে নিতে উদ্বুদ্ধ করতে বাংলাদেশি-আমেরিকানদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আপনারা স্থানীয় কংগ্রেসম্যান এবং সিনেটরদের চিঠি দেন এবং চাপ প্রয়োগ করেন।

তিনি প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশিদের এবং আমেরিকানদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশে এখন অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং প্রবাসীরা তা গ্রহণ করতে পারেন। তিনি বলেন, সরকার বিনিয়োগ বৃদ্ধিতে অর্থনৈতিক জোন করেছে। শেখ হাসিনা সরকার হচ্ছে বিনিয়োগ বান্ধব সরকার। এ ছাড়াও তিনি বঙ্গবন্ধুর খুনিকে বাংলাদেশে পাঠানোর জন্য প্রবাসীদের লবিং করার অনুরোধ জানান। তিনি আমেরিকাকে ধন্যবাদ জানান, ৬১ মিলিয়ন ভ্যাকসিন দেয়ার জন্য।

এসময় কংগ্রেসম্যান টম সোয়াজি স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ভ‚য়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশিরা নিজেদের মেধা, শ্রম, যোগ্যতা দিয়ে মূলধারার রাজনীতিতে জায়গা করে নিচ্ছে। বিশেষ করে তাদের দ্বিতীয় প্রজন্ম গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিজেদের অবস্থান তৈরি করে নিচ্ছে।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বঙ্গবন্ধু সহ দেশের সকল শহিদের আত্মার মাগফিরাত, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মওলানা সাইফুল আলম সিদ্দিকি। অনুষ্ঠানে দু’দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন ও শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, শহিদ শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান এবং নিউ আমেরিকান ভোটারস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. দিলিপ নাথকে প্রকামেশন প্রদান করেন মার্কিন কংগ্রেসম্যান টম সুজি। এসময় ড. এ কে আব্দুল মোমেনকে আয়োজক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের প থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।

অনুষ্ঠানে শহিদ শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান এবং নিউ আমেরিকান ভোটারস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. দিলিপ নাথ অতিথিসহ উপস্থিত সবাইকে বিশেষ ধন্যবাদ জানান।

শেয়ার করুন