১২ এপ্রিল ২০১২, বুধবার, ০৪:৩০:১০ অপরাহ্ন


জুলাই’২৩ থেকে ম্যাসাচুসেটসে অবৈধদের জন্য ড্রাইভার লাইসেন্স
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৬-২০২২
জুলাই’২৩ থেকে ম্যাসাচুসেটসে অবৈধদের জন্য ড্রাইভার লাইসেন্স


ম্যাসাচুসেটসের সিনেট ৩২-৮ ভোটে অবৈধদের ড্রাইভারস লাইসেন্স দেয়ার পক্ষে চূড়ান্ত রায় দিয়েছে। ইতিপূর্বে গভর্নর বেকার ভেটো দেয়ার সিনেট এবার ভেটো খণ্ডন করে পুনরায় ড্রাইভারস লাইসেন্স পাওয়ার পথে বাঁধা নিরসন করেছে। 

এই নতুন আইন ম্যাসাচুসেটস এ যেসব অবৈধ অনাগরিক রয়েছেন তারা আগামী ১ জুলাই ২০২৩ সাল থেকে স্ট্যান্ডার্ড স্টেট ড্রাইভার লাইসেন্সের আবেদন করতে পারবে। এই আইন মোটর ভেইহক্যাল রেজিস্ট্রি বিভাগকে কোনো আবেদনকারীর ইমিগ্রেশন সংক্রান্ত স্ট্যাটাস জিজ্ঞেস করা থেকে বিরত রাখবে। ২০১৬ সাল পর্যন্ত ম্যাসাচুসেটসে ২ লাখ ৫০ হাজার অবৈধ ইমিগ্র্যান্ট ছিল। মূল বিল উত্থাপন করা হয়েছিল প্রায় ২০ বছর পূর্বে।

বহুবার উত্থাপিত হয়ে তা পাশে ব্যর্থ হয় বর্তমান আমেরিকার লেবার সেক্রেটারি প্রতিনিধি মার্টিওয়ালসও ২০০৭ সালে যখন ম্যাসাচুসেটসের প্রতিনিধি বা কংগ্রেসম্যান ছিলেন। তিনিও তা পাসে চেষ্টা করেন।


শেয়ার করুন