১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ১১:৪২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি মনোয়ার ও সা. সম্পাদক মমিন নির্বাচিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্টিত হবে- প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর হিজাব পরে মেয়েরা ভলিবল খেলায় ইতিহাস গড়লো মামদানির বিজয়ের নেপথ্যে জারা রহিম মুক্তি পাচ্ছেন ব্রিটিশ ভাষ্যকার সামি হামদি জুলাই সনদের বাইরের সিদ্ধান্তের দায় সরকারের : বিএনপি হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে জাতিসংঘে দুই আইনজীবীর আপিল ১০ মাসে যুক্তরাষ্ট্রে ৮০ হাজারেরও বেশি ভিসা বাতিল নজরদারিতে ইসরায়েলি স্পাইওয়্যার ব্যবহার : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা


গোল্ডেন এজ হোম কেয়ার ৮০০ ডলার বাসাভাড়া পেতে সহযোগিতা করছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৯-২০২২
গোল্ডেন এজ হোম কেয়ার ৮০০ ডলার বাসাভাড়া পেতে সহযোগিতা করছে গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ


নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে হোম কেয়ার সেবায় একটি বিশ্বস্ত নাম গোল্ডেন এজ হোম কেয়ার। সর্বাধিক জনপ্রিয় গোল্ডেন এজ হোম কেয়ার তাদের মেম্বারদের বাসাভাড়া বাবদ অতিরিক্ত ৮০০ ডলার পেতে সহযোগিতা করছে। সিটির একটি প্রজেক্ট থেকে এ সহায়তা পেতে হোম কেয়ারগুলোর তাদের নতুন ও পুরোনো মেম্বারদের ফরম ফিলাপ থেকে শুরু করে যাবতীয় সহযোগিতা করে যাচ্ছে। গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ এই তথ্য জানিয়েছেন। তিনি আরো বলেন, বাসা ভাড়ার পাশাপাশি গোল্ডেন এজ হোম কেয়ারের মেম্বারদের ৫ জি আললিমিটেড ইন্টারনেটসহ স্যাংসাম গ্যালাক্সি ট্যাব সম্পূর্ণ ফ্রিতে দেয়া হচ্ছে। সেই সাথে আমরা সর্বোচ্চ পেমেন্টের নিশ্চয়তা দিচ্ছি।

শাহ নেওয়াজ বলেন, আমাদের প্রতিষ্ঠান নিউইয়র্কের একটি আস্থা ও মানুষের ভালবাসার হোম কেয়ারে প্রতিষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস, ইয়াকার্সে আমাদের অফিস রয়েছে। এ অফিসগুলোর মাধ্যমে আমরা মেম্বারদের চাহিদা মতো সেবা এবং সর্বোচ্চ পেমেন্ট করে আসছি। তিনি বলেন, ব্যবসাই বড় কথা নয়, আমরা সবসময় আমাদের মেম্বারদের কি কি অতিরিক্ত সুবিধা দেয়া যায় তা নিয়ে কাজ করি। এবার আমরা সিটির একটি প্রজেক্ট থেকে মেম্বারদের বাসাভাড়া বাবদ অতিরিক্ত ৮০০ ডলার পাওয়ার ব্যাপারে ফরম ফিলাপ থেকে শুরু করে যাবতীয় সহযোগিতা দিয়ে আসছি। এছাড়া প্রতিটি মেম্বার যাদের সেন্টার লাইট এবং এমএলটিসি ইন্স্যুরেন্স রয়েছে, তারা মাসিক হোম কেয়ার সুবিধার পাশাপাশি ১৭০ ডলারের একটি ওটিসি কার্ড পাবেন। যা দিয়ে তারা গ্রোসারি বা বাজার করতে পারবেন।

শেয়ার করুন