০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ০৮:৩৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


রেমিট্যান্স পাঠাতে ফি নিচ্ছে না সানম্যান এক্সপ্রেস
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-১১-২০২২
রেমিট্যান্স পাঠাতে ফি নিচ্ছে না সানম্যান এক্সপ্রেস


এখন থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে ফি দিতে হবে না প্রবাসী বাংলাদেশীদের। সানম্যান এক্সপ্রেস সকল শাখা থেকে গ্রাহকরা এই সুবিধা পাবেন। সানম্যান এক্সপ্রেস গত ২৫ বছর বাংলাদেশে টাকা পাঠিয়ে আসছে। বাংলাদেশের ৯টি ব্যাংকের সাথে সানম্যানের রেমিট্যান্স পার্টনার আছে। ব্যাংকগুলো হচ্ছে, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংক, উত্তরা ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এই ব্যাংকগুলোর সকল শাখা, উপশাখা এবং এজেন্ট লোকেশন থেকে গ্রাহকরা ভোটার আইডি দিয়ে ক্যাশ পিকআপ বা টাকা উত্তোলন করতে পারবেন। এছাড়া বাংলাদেশে সকল ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে পারবেন। সানম্যান থেকে গ্রাহকরা বৈধ পথে ভালো রেটে বিকাশ এবং 

উপায় থেকে ২.৫% প্রণোদণাসহ টাকা পাঠাতে পারবেন। এছাড়া সানম্যানের মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে টাকা পাঠালে গ্রাহকরা অতিরিক্ত ০.৫০% ভাগ বেশি প্রণোদনা পাবেন, পাশাপাশি থাকছে বিশেষ উপহার। সানম্যান এর সিইও মাসুদ রানা তপন বলেন, বৈধপথে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে সানম্যান বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তারাই ধারাবাহিকতায় সানম্যান এর সকল শাখা থেকে রেমিট্যান্স পাঠাতে কোন ফি লাগছে না। তিনি প্রবাসী সবাইকে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে অনুরোধ জানান। 

শেয়ার করুন