০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ০৭:২৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


তারেক রহমানের জন্মদিনে বিএনপির বিশেষ দোয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৪
তারেক রহমানের জন্মদিনে বিএনপির বিশেষ দোয়া দোয়া মাহফিলে বিএনপির নেতৃবৃন্দ


গত ২১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের শেফ মহল রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র বিএনপি কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন উপলক্ষে এক বিশেষ দোয়া মাহফিল ও আলোচনার সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মুজিবুর রহমান মজুমদার এবং সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ। বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস মসজিদ ও ইসলামিক সেন্টারের খতিব মাওলানা মোহাম্মদ সাদেক।

দোয়ায় তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়ায় বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন, জুলাইয়ের আন্দোলনের শহিদদের জন্য দোয়া বিশেষ দোয়া করা হয়।

আলোচনায় অংশগ্রহণকালে বক্তারা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের ব্যবস্থার জন্য সব আয়োজন সম্পাদন করতে হবে।

সভাপতির বক্তৃতায় ডা. মুজিবুর রহমান বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের মানুষের একটাই প্রত্যাশা আবাদ ও নিরপেক্ষ নির্বাচন। একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আয়োজনের ব্যবস্থা করা। তিনি আরো বলেন, নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশের জনগণ দেখতে চায়।

সবাই মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপির সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন, মোশারফ হোসেন সবুজ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেলিম, নাসিম আহমেদ, আবু সুফিয়ান, মোতাহার হোসেন, জসিম মৃধা, মোহাম্মদ বাচ্চু মিয়া, প্রফেসর মিন্টু, মনিরুল ইসলাম মনির প্রমুখ।

শেয়ার করুন