১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০৩:১৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


কুইন্সে ১১ ক্রিপস গ্যাং সদস্য গ্রেফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-১২-২০২৪
কুইন্সে ১১ ক্রিপস গ্যাং সদস্য গ্রেফতার গ্রেফতারকৃত গ্যাং সদস্যদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র


কুইন্সে গ্যাং সহিংসতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা তদন্তের অংশ হিসেবে ১১ জন ক্রিপস গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দুই বছর ধরে চলা টার্ফ যুদ্ধের কারণে কুইন্সের বিভিন্ন এলাকায় সহিংসতা, গুলির ঘটনা এবং অপরাধমূলক কর্মকা-ের সৃষ্টি হয়, যেখানে পাঁচজন আহত হন এবং একজন স্থায়ীভাবে প্যারালাইজড হয়ে যান। এই সংঘর্ষে ৯টি গুলির ঘটনা ঘটে এবং পাঁচজন আহত হন। কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ ৫ ডিসেম্বর এই গ্রেফতারের ঘোষণা দেন। দক্ষিণ-পূর্ব কুইন্সে তিন বছরের বেশি সময় ধরে চলা তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে ষড়যন্ত্র, হত্যাচেষ্টা, আক্রমণের চেষ্টা, অবহেলাজনিত কার্যকলাপ এবং অস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে। এই অপরাধগুলো মার্চ ২০২১ থেকে ডিসেম্বর ২০২২ পর্যন্ত সংঘটিত হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ষড়যন্ত্র, হত্যাচেষ্টা, এবং অস্ত্র ব্যবহারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষ এই গ্রেফতারকে জননিরাপত্তা নিশ্চিত করতে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছে।

তদন্তে জানা যায়, অভিযুক্তরা তাদের এলাকা রক্ষার জন্য প্রতিদ্বন্দ্বী গ্যাং সদস্যদের বিরুদ্ধে সহিংস কর্মকা- চালায় এবং এলাকায় ত্রাস সৃষ্টি করে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ বলেন, অভিযুক্তরা তাদের সম্প্রদায়ে অযৌক্তিক সহিংসতা সৃষ্টি করেছে, যা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। তিনি আরো জানান, রাস্তাগুলোকে গ্যাং কার্যকলাপের জন্য ছেড়ে দেওয়া হবে না এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তদন্তে দেখা গেছে, অভিযুক্তরা ‘৮ ট্রেই মুভিন ক্রিপস’ গ্যাংয়ের সদস্য। এই গ্যাংটি আলফাটি ‘হ্যাভক’ টেনিস এবং ট্রেভর ‘টি৩’ বেইলির নেতৃত্বে পরিচালিত হয়। গ্যাংটির দুটি প্রধান উপগোষ্ঠী রয়েছে: ‘ওহলে ব্লক বয়েজ’ (ডব্লিউবিবি) এবং ‘স্কোর অন এনিথিং’ (সোয়া)। ডব্লিউবিবি কুইন্সের হলিস এলাকায় এবং সোয়া সাউথ জ্যামাইকা এলাকায় কার্যক্রম পরিচালনা করে। এই দুটি গোষ্ঠী একত্রে ফলক নেশন, মানি ওয়ার্ল্ড, ম্যাক বাল্লার্স এবং ড্রিম টিমের মতো প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ড চালায়।

গুলির ঘটনাগুলো বেশির ভাগ জনবহুল এলাকায় সংঘটিত হয়, যা সাধারণ মানুষের জন্যও বিপজ্জনক ছিল। উদাহরণস্বরূপ, ২২ মে ২০২১ তারিখে সাটফিন বুলেভার্ড এবং রয় উইলকিন্স পার্কে গুলি চালানোর ঘটনা ঘটে। একটি ঘটনা একটি পাবলিক প্লে-গ্রাউন্ডে সংঘটিত হয়, যেখানে নিরীহ পথচারীরাও আক্রান্ত হন। অভিযুক্তদের বিরুদ্ধে প্রথম ডিগ্রির ষড়যন্ত্রসহ হত্যাচেষ্টা এবং অস্ত্র ধারণের অভিযোগ আনা হয়েছে। সাতজন অভিযুক্ত কঠোর শাস্তির মুখোমুখি হতে পারেন এবং দুইজন রিংলিডারকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হতে পারে। অভিযুক্তদের মধ্যে কয়েকজন বর্তমানে অন্যান্য মামলায় আটক রয়েছেন, একজনকে হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে এবং আরও দুইজন পলাতক রয়েছেন।

নিউইয়র্ক পুলিশের গ্যান ভায়োলেন্স সাপ্রেশন ডিভিশন এবং স্থানীয় থানার গোয়েন্দা স্কোয়াডের সহযোগিতায় দীর্ঘমেয়াদি এই তদন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। এনওয়াইপিডি কমিশনার জেসিকা এস টিশ বলেন, নিউইয়র্ক সিটিতে অযৌক্তিক সহিংসতার কোনো স্থান নেই। তিনি জানান, গ্যাং সদস্যদের চিহ্নিত করে তাদের কার্যক্রম ধ্বংস করার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ। এই মামলার ফলাফল কুইন্সের বাসিন্দাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। অভিযুক্তদের কঠোর শাস্তি দিয়ে গ্যাং সহিংসতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে।

শেয়ার করুন