০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১১:১৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের ড্র অনুষ্টিত , সহজ গ্রুপে ব্রাজিল - যুক্তরাষ্ট্র ডি গ্রুপে স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া


বিশ্বকাপের ড্র অনুষ্টিত , সহজ গ্রুপে ব্রাজিল - যুক্তরাষ্ট্র ডি গ্রুপে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-১২-২০২৫
বিশ্বকাপের ড্র অনুষ্টিত , সহজ গ্রুপে ব্রাজিল - যুক্তরাষ্ট্র ডি গ্রুপে


যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ টি দেশ নিয়ে  হয়ে গেল ড্র।  অনেকের দৃষ্টি ছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিলের অবস্থান কোথায় হয়। সমর্থকরা অন্তত স্বস্তি পেয়েছেন জেনে দুই ফুটবল পরাশক্তিই অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে।

গ্রুপ জে 'তে  আর্জেন্টিনা ছাড়াও আছে  অস্ট্রিয়া, আলজেরিয়া ও প্রথম বার সুযোগ পাওয়া  জর্ডান।


আর গ্রুপ সিতে আছে ব্রাজিল, মরক্কো, স্কটল‍্যান্ড ও হাইতি।


ড্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড।  সহযোগি ছিলেন সুপরিচিত সঞ্চালক সামান্থা জনসন। 

অনুষ্ঠানে তিনটি পট থেকে প্রথম তিনটি বল তুলেছেন আয়োজক তিন দেশের তিন প্রধান—কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে তো প্রথমবার  

বিশ্বব্যাপী শান্তির বার্তা নিয়ে আসায় ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয়। ট্রাম্পের হাতে শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইফান্তিনো।

আজ ড্র হয়েছে। কোন স্টেডিয়ামে কী কী ম্যাচ হবে, তা বাংলাদেশ সময় শনিবার রাত ১১ টায় ফিফার গ্লোবান ব্রডকাস্টে  জানানো হবে।

বিশ্বকাপ হবে ১১ জুন- ১৯ জুলাই। 

তিন দেশের মোট ১৬টি স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। 



বিশ্বকাপে কে কোন গ্রুপে

গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, (ডেনমার্ক/চেক রিপাবলিক/রিপাবলিক অব আয়ারল্যান্ড/নর্থ মেসিডোনিয়া)

গ্রুপ বি: কানাডা, সুইজারল‍্যান্ড, কাতার, (ইতালি/ওয়েলস/বসনিয়া-হার্জেগোভিনা/নর্দার্ন আয়ারল্যান্ড)

গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল‍্যান্ড, হাইতি

গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প‍্যারাগুয়ে, (তুরস্ক/স্লোভাকিয়া/কসোভো/রোমানিয়া)

গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও

গ্রুপ এফ: নেদারল‍্যান্ডস, জাপান, তিউনিসিয়া, (ইউক্রেন/পোল্যান্ড/আলবেনিয়া/সুইডেন)

গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউ জিল‍্যান্ড

গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভের্দে

গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, (ফিফা প্লে-অফ ২: ইরাক, বলিভিয়া, সুরিনাম)

গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান

গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান (ফিফা প্লে-অফ ১: কঙ্গো, জ্যামাইকা, নিউ কালেডোনিয়া)

গ্রুপ এল: ইংল‍্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা 

শেয়ার করুন