১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১১:৫০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


আমেরিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
আটলান্টা প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-০৬-২০২২
আমেরিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা সন্তানদের সাথে আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ


আমেরিকার জর্জিয়ার আটলান্টা শহরে অজ্ঞাত এক সন্ত্রাসীর গুলিতে আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ (৫০) এক বাংলাদেশি খুন হয়েছেন। নিহত মাহফুজ নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড হরিনারায়ণপুর এলাকার আবু তাহেরের ছেলে।

গত ১৬ জুন সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ তার বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আটলান্টা শহরে বসবাস করতেন। চার ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন মাহফুজ। তার মৃত্যুতে তার দেশের বাড়িতে চলছে শোকের মাতম।

নিহতের জেঠাতো ভাই মাহবুব হোসেন লিটন বলেন, ১০ বছর আগে আমেরিকায় যান মাহফুজ। পরবর্তীতে আটলান্টা শহরে ব্যবসা শুরু করেন তিনি। গত ১৫ জুন বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে বাসায় যাওয়ার জন্য দোকান বন্ধ করছিলেন মাহফুজ। এ সময় অজ্ঞাত এক বন্দুকধারী তাকে ল্য করে গুলি করে। পরে স্থানীয় লোকজন মাহফুজকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।


শেয়ার করুন