০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:২৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


প্রসঙ্গ: এ দেশে দেশপ্রেমিক শুধু সামরিক বাহিনী এবং জামায়াতে ইসলামী- ডা. শফিকের বক্তব্য
বাংলাদেশ সেনাবাহিনীর কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই- মেজর (অবঃ) হাফিজ
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ০৯-০১-২০২৫
বাংলাদেশ সেনাবাহিনীর কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই- মেজর (অবঃ) হাফিজ


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘সবার ওপরে একাত্তরের মুক্তিযুদ্ধ। আমরা কাউকে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করতে দেবো না। মুক্তিযুদ্ধ বিভক্ত হবে এটাও আমরা আশা করি না।’

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ’৭১ এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার’ শীর্ষক সমাবেশে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এ কথা বলেন।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘আজ গণঅভ্যুত্থানকে স্বাধীনতার ওপরে স্থান দেওয়ার প্রচেষ্টা করছে একটি মহল। স্বাধীনতা যুদ্ধের সঙ্গে, স্বাধীনতা সংগ্রামের সঙ্গে আমরা কোনো কিছুরই তুলনা করতে পারি না। ’

বাংলাদেশ জামায়াতে ইসলামী একাত্তরের ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা না করে একাত্তরে তাদের ভূমিকাকে জাস্টিফাই করছে উল্লেখ করে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘কিছুদিন আগে একটি বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে; এ দেশে দেশপ্রেমিক শুধু সামরিক বাহিনী এবং জামায়াতে ইসলামী। এই বক্তব্যে আমরা আহত হয়েছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা একটি বাহিনী। জনগণের বাহিনী হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছে। এই বাহিনী গড়ে তুলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার নেতৃত্বে তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআরের সৈনিক-অফিসাররা।’ বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই। তারা দেশপ্রেমিক নাকি দেশপ্রেমিক না তাদের একাত্তরের ভূমিকা, বর্তমান ভূমিকা, প্রত্যেকটি ভূমিকা সাক্ষ্য দেয়। তারা সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

বিএনপি জামায়াতে ইসলামকে মিত্র হিসেবে গণ্য করে উল্লেখ করে রণাঙ্গনের এই মুক্তিযোদ্ধা বলেন, ‘এই দলটিকে (জামায়াতে ইসলাম) যখন বিলুপ্ত করে দেওয়া হয়েছিল, ধানের শীষ দিয়ে আমরা তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি। বেগম খালেদা জিয়া তাদের মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। আমরা অনেকে সেটি পছন্দ করিনি, কিন্তু দলের শৃঙ্খলার স্বার্থে মেনে নিয়েছি। তার বিনিময়ে কি তাদের এই উক্তি করা সঠিক হয়েছে? আমরা এই ধরনের উক্তি তাদের কাছে আশা করি না।’

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ শঙ্কা প্রকাশ করে বলেন, ‘দেশপ্রেমিক শুধু সামরিক বাহিনী এবং জামায়াতে ইসলামী’ এই উক্তির কারণে আজকে যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেখানে ফাটল ধরতে পারে। আশা করি এই ব্যাপারে তারা (জামায়াত) ভবিষ্যতে আরও যত্নবান হবেন।

কিংস পার্টির ভবিষ্যৎ ভালো হবে না উল্লেখ করে মেজর হাফিজ বলেন, ‘আমরা লক্ষ করছি এই দেশে একটি কিংস পার্টি গঠন হতে যাচ্ছে। কিংস পার্টির ভবিষ্যৎ আগেও ভালো ছিল না, ভবিষ্যতেও ভালো হবে না।’

তিনি বলেন, জুলাই-আগস্টে যে ছাত্রনেতারা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন, তাদের সেই সংগ্রামের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তাদের আবারও অভিনন্দন জানাই। কিন্তু আগামী দিনে আপনারা কোনো কিংস পার্টি করার চেষ্টা করবেন না।

সকল রাজনৈতিক দলগুলোকে আগামী দিনেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিনেপি’র এই সিনিয়র নেতা বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের মূল সুর হচ্ছে- আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের অপকর্মের কথা ধীরে ধীরে ধামাচাপা পড়ে যাচ্ছে। এখন বিএনপি-জামায়াতের মধ্যে কোনো সংঘর্ষ হয় কিনা, এটা দেখার জন্য বিভিন্ন মহল অপেক্ষায় রয়েছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে।’

নির্বাচন নিয়ে মেজর হাফিজ বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি রাখছি- গুরত্বপূর্ণ সংস্কারগুলো শেষ করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা চাই জনগণের মতামতের ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালিত হবে।

তিনি বলেন, সংস্কারের নামে আর বেশি সময় নেবেন না। বর্তমান পরিস্থিতি উপলব্ধি করুন। নির্বাচন দিতে যত দেরি হবে, শেখ হাসিনার ষড়যন্ত্র করতে তত সুবিধা হবে। এখন শুধু অপরাধীদের শাস্তির বিধান করুন। আহত-নিহতদের পরিবারের প্রতি লক্ষ রাখুন।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম প্রমুখ। সূত্র: বাসস।

শেয়ার করুন