১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৬:২৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারীর বাবার রূহের মাগফিরাত কামনায় দোয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৫-২০২৫
রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারীর বাবার রূহের মাগফিরাত কামনায় দোয়া দোয়া মাহফিল পরিচালনা করছেন মাওলানা সাদেক


রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারীর পিতা পীরজাদা আলহাজ আব্দুস মোছাউয়ীর আনসারীর রূহের মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র বিএনপি মনা নেতৃবৃন্দ এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন। গত ১২ মে বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে। বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস সাদেক। দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র যুবদল নেতা আতিকুল হক আহাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, সাংবাদিক ইমরান আনসারী, কাজী শাখাওয়াত হোসেন আজম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজ, আব্দুস সবুর, গিয়াস উদ্দীন, যুক্তরাষ্ট্র যুব দলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমেদ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুণ, খোরশেদ আলম, নিউইয়র্ক বিএনপি দক্ষিণের সাধারণ সম্পাদক বদিউল আলম, বিএনপি নেতা হেলাল উদ্দিন, আব্দুর রহিম, দেওয়ান কাউছার, মনির হোসেন, লিয়াকত আলী, আনোয়ার জাহিদ, মিজানুর রহমান মিজান, শরিফুল খালিশদার, রিয়াজ মাহমুদ, রিপন মিয়া, নূরুল আলম, আবুল কালাম, যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরওয়াদী, এনাম চৌধুরী, খলকুর রহমান, ফারুক চৌধুরী, এবাদ চৌধুরী, সালেহ আহমেদ মানিক প্রমুখ।

দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন