 
                    
                                            
                        
                            
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুর ১২টা থেকে এক ঘন্টার এই বৈঠক হয়েছে গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে।
বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ছিলেন।
পরে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রাষ্ট্রদূতের আমন্ত্রণে তার বাসায় বৈঠক হয়েছে।