২০ এপ্রিল ২০১২, শনিবার, ০৮:৫১:৫০ পূর্বাহ্ন


দীর্ঘদিন পর বাংলাদেশে হরতাল
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৭-০৩-২০২২
দীর্ঘদিন পর বাংলাদেশে হরতাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম প্রদক্ষিন করছে হরতাল সমার্থনের মিছিল : সংগৃহীত



দীর্ঘদিন পর আবার হরতাল দেখছে বাংলাদেশ। অনাবরত নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সোমবারের এ হরতাল আধবেলার। ফলে এটা সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাম জোট। একই সঙ্গে এ হরতাল মুলত যাদের কেন্দ্র করে সেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে হরতালে কোনোধরনের উসকানি দেওয়া থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে বামজোট। হরতালকে সামনে রেখে বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রোববার এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের অনুষ্টিত হয়েছিল। 

সমন্বয়ক সাইফুল হক বলেন, ‘ভোজ্যতেল-চাল-ডাল-পেঁয়াজসহ খাদ্যদ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির তৎপরতা বন্ধে গত ১১ মার্চ বাম জোট হরতাল ডাকে। ইতিমধ্যে আমরা কয়েক লক্ষ প্রচারপত্র বিলি করেছি, হরতালের পক্ষে পোষ্টার লাগানো হয়েছে। হরতালের আহ্বান দেশবাসীর কাছে পৌঁছে দিতে ঢাকাসহ সারাদেশে জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায়ে ব্যাপক সভা, সমাবেশ, প্রচার মিছিল ও গণসংযোগ অব্যাহত রয়েছে।’ 

একই সঙ্গে তিনি হরতালে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারন করে বলেন,'বাধা প্রদান করবে না বা সহিংসতা সৃষ্টির কোনো প্রচেষ্টা চালাবে না। এই ধরনের যে কোনো অনাকাংখিত ঘটনার দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।’ 


এ সময় সাইফুল হক আরো বলেন, গণদাবির এই হরতালের পক্ষে আদেশের মানুষের ব্যাপক সমর্থন ও সাড়া দেখা গেছে। দলমত নির্বিশেষে দেশর মানুষকে রক্ষা করার এই হরতালের প্রতি মানুষের মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ততা লক্ষ করা গেছে। সাইফুল হক বলেন, ‘আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে পরিষ্কারভাবে জানাতে চাই যে, গণদাবির এই হরতাল গণমানুষের সমর্থনে শান্তিপূর্ণভাবে আমরা পালন করতে চাই। আমরা আশা করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকার ও সরকারি দল এই হরতাল কর্মসূচিতে কোনো প্রকার উসকানি সৃষ্টি করবে না। বাধা প্রদান করবে না বা সহিংসতা সৃষ্টির কোনো প্রচেষ্টা চালাবে না। এই ধরনের যেকোনো অনভিপ্রেত ঘটনার দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।’ 


তিনি হরতাল সফল করতে সাধারণ মানুষের পাশাপাশি দোকান মালিক, কর্মচারী, পরিবহন মালিক, পরিবহন শ্রমিকসহ সব স্তরের ও শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, বাসদ-মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আবদুল আলী, ওয়ার্কার্স পার্টি-মার্কসবাদীর বিধান দাস প্রমুখ। 


শেয়ার করুন