১২ এপ্রিল ২০১২, বুধবার, ০৯:৩১:২৯ পূর্বাহ্ন


পদত্যাগ করবেন না প্রেসিডেন্ট রাজাপক্ষে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৪-২০২২
পদত্যাগ করবেন না প্রেসিডেন্ট রাজাপক্ষে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে, ছবি : ইন্টারনেট


দেশ ছাড়লেন নিরুপমা রাজাপক্ষে


প্রচন্ড অর্থনৈতিক সংকটে জর্জরিত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ব্যাপক বিদ্যুৎ ঘাটতি, খাদ্যশস্য গ্যাস ও জ্বালানী সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির তীব্র সঙ্কটের মধ্যে কয়েক সপ্তাহ ধরে প্রচন্ড রকম জনবিক্ষোভ বিদ্যমান। এ কারণে প্রায় সব মন্ত্রী পদত্যাগ করেছেন। বেশকিছু সংসদ সদস্য সরকারের পক্ষ থেকে করেছেন বলে খবর বেড়িয়েছে।

কিন্তু এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। দেশটির সংসদের একজন সদস্যের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সরকার পক্ষের চিফ হুইপ ফার্নান্দো এমপিদের উদ্দেশে বলেছেন, দায়িত্বশীল সরকার হিসেবে আমরা বলতে চাই, যে কোন পরিস্থিতিতেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষা পদত্যাগ করবেন না। এরআগে অর্থমন্ত্রী পদত্যাগ ও দলীয় বেশকিছু এমপি দল ছেড়ে যাবারও ঘটনা ঘটে। গত মঙ্গলবার রাতে গতাবায়া রাজাপক্ষা জরুরী আইন তুলে নেন। তবে ওই দিনই তার দলের আরো কয়েকজন এমপি দল ছেড়ে নিজেদের স্বতন্ত্র ঘোষণা করেন বলে জানা গেছে। 

এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের নিজের বাসভবনের সামনে বিক্ষোভের জের ধরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। সেখানে গাড়ি পুড়িয়ে দেওয়ার দৃশ্য দেখা যায়। ফলে উদ্ভুদ পরিস্থিতিতে অল্প সময়ের জন্য কারফিউ এরপর সেটা তুলে নিয়ে জরুরি অবস্থা জারি করেছিলেন প্রেসিডেন্ট। 

 প্রচুর আমদানিনির্ভর দেশটি খাদ্য জ্বালানিসহ দরকারি পণ্য কেনার মত বৈদেশিক মুদ্রা নেই। দিনে অন্তত ১৩ ঘণ্টা লোডশেডিংয়ে জনজীবন অচল। হাসপাতালে মুমুর্ষ রুগীর আহাজারি। এক কথায়ন মূল্যস্ফীতি ঘাটতিতে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। কাগজের অভাবে স্কুলে পরীক্ষা দেওয়া বন্ধ রয়েছে। শীর্ষস্থানে পত্রিকা গুলো প্রকাশনা বন্ধ। 

এদিকে বুধবার রাতে দেশ ছেড়ে গেছেন সাবেক উপমন্ত্রী নিরুপমা রাজাপাক্ষে। সিলন টুডের বিমান বন্দরের এক কর্মী নিশ্চিত করেছেন, কলম্বোর সময় রাত দশটায় দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়ে গেছেন। এমিরাটস বিমান যোগে ওই যাত্রা তার। নিরুপমা হলেন বর্তমান প্রেসিডেন্টের খুব কাজের একজন। সম্পর্কে চাচাতো বোন। 

এমনি নানা সংকটে জর্জরিত দেশটির অবস্থায় জাতিসংঘ মানবাধিকার সংস্থা শ্রীলংকা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। 


শেয়ার করুন