০৪ মে ২০১২, শনিবার, ৬:৪৪:০৩ পূর্বাহ্ন


ফোবানায় ঐক্যের আহ্বান জানালেন গিয়াস-শাহ নেওয়াজ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২২
ফোবানায় ঐক্যের আহ্বান জানালেন গিয়াস-শাহ নেওয়াজ সংবাদ সম্মেলনে ফোবানার নেতৃবৃন্দ


যতোদিন যাচ্ছে ফোবানার বিভক্তি বাড়ছে। এবার সর্বাধিক ফোবানার নামে চারটি সম্মেলন অনুষ্ঠিত হয়। একটি সম্মেলন অনুষ্ঠিত হয় কানাডার মন্ট্রিয়েলে, দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় লস অ্যাঞ্জেলেসে, তৃতীয়টি অনুষ্ঠিত হয় শিকাগোতে এবং চতুর্থটি অনুষ্ঠিত হয় নিউইয়র্কে। ফোবানা সম্মেলনের সময়ই ফোবানার স্ট্রিয়ারিং কমিটি গঠন করা হয়। মন্ট্রিয়েল ফোবানা সম্মেলন স্ট্রিয়ারিং কমিটি গঠন করা হয়। সেই কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন গিয়াস আহমেদ এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন শাহ নেওয়াজ। এই দুই কর্মকর্তা আবারো ঐক্যের ডাক দিয়েছেন। তারা বলেন, আমরা ঐক্যবদ্ধ ফোবানা চাই। প্রয়োজনে আমরা যে কোন ত্যাগ শিকার করতে চাই। গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে তারা এই আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কাজী শাখাওয়াত হোসেন আজম, ফিরোজ আহমেদ, মাকসুদুল হক চৌধুরী, শিল্পী রানো নেওয়াজ, মফিজুল ইসলাম রুমি, কাজী তোফায়েল ইসলাম, ওয়াহিদ কাজী এলিন, শাহাদাত হোসেন রাজু প্রমুখ।

গিয়াস আহমেদ বলেন, আপনারা জানেন আমরা আংশিক কমিটি গঠন করেছি। এই অবস্থায় আমরা পূর্ণাঙ্গ কমিটি করতে চাই। আমাদের হাতে আরো এক মাসের মতো সময় আছে। আমরা চাই ঐক্য। যে কারণে আমরা ঐক্যের আহ্বান জানাচ্ছি। যে কেউ আমাদের সাথে আসতে পারেন। আমরা তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করবো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গিয়াস আমাদের বলেন, প্রয়োজনে ঐক্যের খাতিরে আমি পদত্যাগ করবো। তবু আমি ঐক্য চাই। একই সূত্রে কথা বলেন, সদস্য সচিব শাহ নেওয়াজ। হঠাৎ করেই নাম রেজিস্ট্রেশন করে লোকবল নিয়ে চেয়ারম্যান হাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আমাদের গঠনতন্ত্র সংশোধন করবো। প্রথমবার যারা রেজিস্ট্রেশন করবে তাদের ভোটাধিকার থাকবে না, তাদের দুই বছর দেখবো পরবর্তীতে তারা ভোটাধিকার পাবেন।

শেয়ার করুন