২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৮:৫৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান


শেখ হাসিনাকে অভিনন্দন জানাবে যুক্তরাষ্ট্র আ.লীগ ও অঙ্গ সংগঠন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২২
শেখ হাসিনাকে অভিনন্দন জানাবে যুক্তরাষ্ট্র আ.লীগ ও অঙ্গ সংগঠন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভায় নেতৃবৃন্দ


জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশে অংশগ্রহণ করতে আগামী ১৯ অক্টোবর নিউইয়র্কে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এই কর্মসূচি সফল করতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অঙ্গ সংগঠন গত ৯ সেপ্টেম্বর রাতে এক সভার আয়োজন করে। সভাপতি জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় অনুুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, প্রচার সম্পাদক দুলাল মিয়া (হাজী এনাম) ও সংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, কৃষিবিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান বজলু, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার দিবা, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সোলায়মান আলী, উপ-দফতর আব্দুল মালেক, সদস্য গোলাম মাওলা, আলী হোসেন গজনবী, আতাউল গনি আসাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরি সদস্য খোরশেদ খন্দকার, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল, যুগ্ম সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি মোর্শেদ জামান, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ নেত্রী নার্গিস আহমেদ বিউটি, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, ইঞ্জিনিয়ার হাসান, শাহাদত হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা শাখাওয়াত বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপ-আন্তর্জাতিক সম্পাদক গাজী অহিদুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য কামাল হোসেন রাকিব, যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সহ- সভাপতি এমএ বিপ্লব, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সেবুল মিয়া, ইমরুল কায়েছ, মিজান চৌধুরী, এএসএম কে রহমান, গণেশ কৃর্তনীয়া, যুক্তরাষ্ট্র স্টেট যুবলীগের সভাপতি মোহাম্মদ চৌধুরী খোকন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, মো. জাহিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক শামীম আল আমিন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেডএ জয়, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, সাবেক সভাপতি জাহিদ হাসান, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক নেতা মো. ফাহিম আহমদ, আহমেদ নুর আবির, নিউইয়র্ক স্টেট ছাত্রলীগের সভাপতি রায়হান মাহমুদ, মেজবা উদ্দিন, জয় হোসেন, নাহিদুল ইসলাম, আরিফুর রহমান, সোহান হোসেন, ইকবাল হোসেন, রবিন খান, সালমান খান, ওয়াসিম মামুন, মো. নোমান, শেখ সম্রাট, হাসনাত শাকিব, মো. গিয়াস উদ্দিন, সাগর চৌধুরী, মো. রানা, আবির হোসেন, জহিরুল আলম, আবু ইউসুফ রানা, এমরানুল হাকিম, মেহেদী হাসান, মুনতাছির চৌধুরী প্রমুখ।

সমাবেশে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের সফরকে সর্বাত্মক সাফল্যমণ্ডিত করার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্টেট-মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র কৃষকলীগ, যুক্তরাষ্ট্র শ্রমিকলীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড এবং মুক্তিযোদ্ধের পক্ষের সকল সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান কর্মসূচি ঘোষণা করেন।

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, প্রধানমন্ত্রীকে আমরা এয়ারপোর্ট থেকে শুরু করে সর্বত্র আমরা অভিনন্দন জানাবো। কেউ যদি বাধা দেয়ার বা বিক্ষোভ করার চেষ্টা করবে তাদের প্রতিহত করবো। তারা আরো বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের জন্য যোগ্য প্রধানমন্ত্রী হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনেও তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তারা আরো বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সকল ষড়যন্ত্র আমরা প্রতিহত করবো। এ ছাড়া অনুষ্ঠানে শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের স্লোগান দেয়া হয়।

শেয়ার করুন