২৭ এপ্রিল ২০১২, শনিবার, ০২:৪৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


সম্মিলিত বরিশাল বিভাগবাসীর সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট করা হয়েছে : ৩০-১১-২০২২
সম্মিলিত বরিশাল বিভাগবাসীর সভা অনুষ্ঠিত সম্মিলিত বরিশাল বিভাগবাসীর সভায় উপস্থিতি


গত ২৬ নভেম্বর শনিবার জ্যাকসন হাইটস্থ ইটজি চাইনিজ রেস্তারাঁর পার্টি হলে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান সভাপতি এমএ সালাম আকন্দ ও সভাটি পরিচালনা করেন সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক লষ্কর মইজুর রহমান জুয়েল। সভার প্রধান এ্যাজেন্ডা ছিল, পূর্ণাঙ্গ কমিটি গঠন।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও নীতিনির্ধারক ডাঃ আব্দুস সবুর। তিনি সংগঠনে আগত নতুন সদস্যদেরকে স্বাগত জানান এবং তাদেরকে নতুন উদ্দমে কাজ করে সংগঠনকে এগিয়ে নেয়ার আহবান জানান। সভায় বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম নীতি নির্ধারক মামুনুর রশিদ। তিনি কমিটিকে স্বাগত জানান এবং নতুন আগত সদস্যদের সংগঠন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সভায় ৫১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি, ৭ (সাত) সদস্য বিশিষ্ট নীতি নির্ধারক পরিষদ, ৪৫ জন কার্যকরি সদস্য, ৫৮ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সভায় আরো বক্তব্য রাখেন সংঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ ও সাহিত্য সম্পাদক এসএম মোজাম্মেল হক এবং নতুনদের মধ্য থেকে রবিউজ্জামান, হাসান মাহমুদ, মোঃ শামীম আহমেদ ও মোহাম্মদ রাসেল মাহমুদ প্রমুখ। সহসায় বিভিন্ন সাপ্তাহিক পত্রিকা মারফত নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে। সবশেষে সভাপতির এম এ আকন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার করুন