১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার, ১১:৩৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ ফেব্রুয়ারী ২০২৫ ত্রোয়েদশ জাতীয় নির্বাচন ও গনভোট ফ্যাক্টচেকিং ও কনটেন্ট মডারেশন কর্মীদের ভিসা নিষেধাজ্ঞা ৮ ডিসেম্বর থেকে এফ ও এম সাবওয়ে লাইন সপ্তাহের দিনে রুট পরিবর্তন উইন রোজারিওর খুনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠনে লেটিকেয়ার অস্বীকৃতিতে জাপানের প্রথম রাজধানী নারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা ইসরায়েলের বিরুদ্ধে বয়কট নিষিদ্ধ করে অ্যাডামসের বিতর্কিত আদেশ হোয়াইট হাউস প্রেস সেক্রেটারির ভাতিজার মাকে মুক্তির নির্দেশ বিশ্বকাপ ফাইনালে টিকেটের দাম ৬ হাজার ডলার


জালালাবাদ এসোসিয়েশনের স্বাধীনতা দিবস পালন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০৩-২০২২
জালালাবাদ এসোসিয়েশনের স্বাধীনতা দিবস পালন জালালাবাদ এসোসিয়েশনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মঞ্চে নেতৃবৃন্দ


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়। গত ২৮ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটি জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে অনুুষ্ঠিত হয়। জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেফাজ ও সদস্য সচিব হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মইনুল ইসলাম, সদস্য রোকন হাকিম, গৌছ খান, শেখ আতিকুল ইসলাম, শাহীন আজমল, আব্দুল মালেক খান লায়েক প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বশির উদ্দিন, মইনুজ্জামান চৌধুরী, বিলাল চৌধুরী, আব্দুল করিম, সতুপা চৌধুরী, জাবেদ উদ্দিন, নাজিম আহমেদ, আতিকুল হক জাকির প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করে সতুপা চৌধুরী।

জালালাবাদ এসোসিয়েশনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিতি ছিলো একেবারেই নগন্য। এমন কি কার্যকরি কমিটির অধিকাংশ সদস্য ছিলেন অনুপস্থিত। এ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।


শেয়ার করুন