২৬ এপ্রিল ২০১২, শুক্রবার, ০৮:১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


কানাডার ব্রাম্পটন সিটি হলে বাংলাদেশের পতাকা উত্তোলন
রাজীব আহসান, কানাডা থেকে
  • আপডেট করা হয়েছে : ০২-০৪-২০২২
কানাডার ব্রাম্পটন সিটি হলে বাংলাদেশের পতাকা উত্তোলন ব্রাম্পটন সিটি হলে বাংলাদেশের পতাকা উত্তোলন


কয়েক বছরের ধারবাহিকতায় এবারো বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবসে ব্রাম্পটন সিটি হলে বাংলাদেশের পতাকা উড়েছে। ব্রাম্পটন বাংলাদেশি কমিউনিটি সার্ভিসের (বিবিসিএস) আয়োজনে এ পাতাকা উত্তোলন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে সিটি অব ব্রাম্পটন। শীতের কনকনে ঠান্ডা, বরফ শীতল বৃষ্টি উপো করে ব্রাম্পটন ও আশপাশের শহরের প্রায় দুই শতাধিক বাংলাদেশি অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি অব ব্রাম্পটনের মেয়র পেট্রিক ব্রাউন। সাথে ছিলেন ডেপুটি মেয়র প্যাট ফরটিনি, কাউন্সিলর গুরপ্রিত ডিলন। অন্যদের মধ্যে কানাডা সরকারের মন্ত্রী এবং লিবারেল পার্টির এমপি কমল খেরা, এমপি সোনিয়া সিধু, এমপি রুবী সোহাতা এবং ওন্টারিও পার্লামেন্টের বিরোধীদলীয় ডেপুটি লিডার এমপি পি সারা সিং এ সময় উপস্থিত ছিলেন। 

বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন শেষে মেয়র ব্রাউন তার শহরে বাংলাদেশিদের সামাজিক ও অর্থনৈতিক অবদানের কথা উচ্ছ¡সিতভাবে উল্লেখ করেন। বাংলাদেশি খাবার এবং সংস্কৃতির প্রশংসা করে তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও তিনি ও তার সিটি সবসময় বাংলাদেশিদের পাশে থাকতে গর্ববোধ করবে। 

বিবিসিএসের প থেকে আমন্ত্রিত সব অতিথিদের বাংলাদেশের পতাকার ডিজাইন করা স্কার্ফ উপহার দেয়া হয়; যা পেয়ে তারা উচ্ছ¡সিত হয়ে আগ্রহ নিয়ে পরিধান করেন। বিদেশের মাটিতে নিজের শহরে বাংলাদেশের পতাকা উড়তে দেখা সব বাংলাদেশিদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। 

উল্লেখ্য, কানাডার ওন্টারিও প্রদেশের গ্রেটার টরোন্ট এলাকার ব্রাম্পটন শহরে বিশাল সংখ্যক বাংলাদেশি অধিবাসীদের বসবাস।

শেয়ার করুন