২৮ এপ্রিল ২০১২, রবিবার, ০৪:৪৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :


ইংলিশ ফরোয়ার্ড সাকার দুই গোল
ইংল্যান্ড ও হল্যান্ডের জয়
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২২
ইংল্যান্ড ও হল্যান্ডের জয় দুই গোল করা সাকাকে নিয়ে উচ্ছাস/ছবি সংগৃহীত


কাতার ফুটবল  বিশ্বকাপের দ্বিতীয় দিনে দুটি ম্যাচ দুই ধারায় হয়েছে। প্রথম ম্যাচে ইংল্যান্ড গোলবন্যায় ভাসিয়েছে ইরানকে। ৬-২ গোলে জিতেছে তারা এশিয়ার এ দলটির বিপক্ষে। দিনের অপর ম্যাচে হল্যান্ড কষ্টার্জিত জয় তুলেছে সেনেগালের বিপক্ষে। জয়লাভ করে তারা দুই গোলে। 

প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে দুটি গোল করেছেন আর্সেনাল ফরোয়ার্ড বুকায়ো সাকা। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের প্রধমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রনটা নিয়ে নেয় ইংলিশরা। খেলার প্রধমার্ধেই তিন গোল করে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে আরো তিন গোল। অবশ্য ইরানও দুটি শোধ দিয়েছে।

তবে হল্যান্ড সেনেগাল ম্যাচ ছিল উত্তেজনায় ভরা। গোলই হচ্ছিলনা। এক সময় মনে হচ্ছিল ম্যাচটি হয়তো ড্র’য়ের দিকেই যাচ্ছে। শেষ পর্যন্ত পরপর দুই গোল করে বিজয় নিশ্চিত করে ডাচরা শেষ মুহুর্তে। প্রথম গোলটি করেন কোডি হাকপো। এবং শেষ গোল করেন শেষ মুহুর্তে অর্থাৎ খেলার এক্সট্রা মিনিটে ডেছি ক্লাসেন।  



শেয়ার করুন