২৯ মার্চ ২০১২, শুক্রবার, ০৭:০৯:২৭ পূর্বাহ্ন


যুক্তরাষ্ট্র বিএনপি বাঁশের চেয়ে কঞ্চি বড়
দেশ রিপোর্ট:
  • আপডেট করা হয়েছে : ৩০-১১-২০২২
যুক্তরাষ্ট্র বিএনপি    বাঁশের চেয়ে কঞ্চি বড়



যুক্তরাষ্ট্র বিএনপির অবস্থা হয়েছে যেন বাঁশের চেয়ে কঞ্চি বড়। আর এই কাজটি অতিসহজ করে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। মূলত তার নোংরা রাজনীতির শিকার যুক্তরাষ্ট্র বিএনপি। যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বিএনপি করছেন, নিজের গাইটের অর্থ খরচ করে দল পরিচালনা করছেন তাদের প্রতি বিমাতামসূলভ আচরণ করছেন আনোয়ার হোসেন খোকন। প্রতি পদে পদে তাদের অবজ্ঞা করছেন। বর্তমানে দেশে ক্রান্তিকাল চলছে। এই সব বড় প্রয়োজন ঐক্যের। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশে চলছে আন্দোলন। এখন প্রবাসে প্রয়োজন লবি এবং লাগাতার আন্দোলন। কিন্তু সেই চিত্র নেই যুক্তরাষ্ট্র বিএনপিতে।

বিশেষ করে আনোয়ার হোসেন খোকনকে দায়িত্ব দেয়া হয়েছিলো যুক্তরাষ্ট্রে বিএনপির অঙ্গ সংগঠনগুলো করার জন্য। প্রায় এক বছর সময় ব্যয় করে তিনি নিউইয়র্কে তিনটি কমিটি দিয়েছেন। যার মধ্যে রয়েছে নিউইয়র্ক স্টেট বিএনপি এবং মহানগর বিএনপি উত্তর এবং দক্ষিণ। এই তিনটি কমিটির মাধ্যমে আনোয়ার হোসেন খোকন স্পষ্টই বিভেদের রেখা টেনে দেন। সিনিয়র এবং জুনিয়র নেতাদের মধ্যে বিভক্তি তৈরি করে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আসেন। অন্যান্য সময় বিএনপির শীর্ষনেতাদের লন্ডন এবং বাংলাদেশ থেকে ফোন করা হতো। কিন্তু এবার তা লক্ষ করা যায়নি। এবার আনোয়ার হোসেন খোকন বিএনপির শীর্ষনেতাদের সাথে যোগাযোগের পথটি বন্ধ করে দেন। ভাবখান প্রকাশ করেন যে তিনিই সবার সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং তার নেতৃত্বেই আন্দোলন সংগ্রাম চলছে। তার ভুল এবং মিথ্যা পরিকল্পনা যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের ক্ষেপিয়ে তোলে। জাতিসংঘের সামনে বিক্ষোভের আয়োজন করে যুক্তরাষ্ট্র বিএনপি। বিক্ষোভ করে নিউইয়র্ক স্টেট বিএনপি, মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ।


শেয়ার করুন