২৭ এপ্রিল ২০১২, শনিবার, ০৫:৪৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


সুনামগঞ্জের অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা
দেশ রিপোর্ট:
  • আপডেট করা হয়েছে : ২০-০২-২০২৩
সুনামগঞ্জের অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা


:প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক। এই সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান ছিল গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে। অভিষেককে কেন্দ্র করে কয়েক সপ্তাহ থেকেই প্রচারণা চালানো হয়। সেই প্রচারণায় বা পোস্টারে কোনো অতিথির নাম ছিল না। হঠাৎ করেই এক সপ্তাহ আগে পোস্টার ছাপা হয়, সেখানে প্রধান অতিথি হিসেবে বদরুল হোসেন খানের নাম ছাপা হয়। নিয়ে সুনামগঞ্জবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অভিযোগ হলো বদরুল হোসেন খানকে অতিথি করলে সাধারণ সম্পাদক মইনুল ইসলামকে বিশেষ অতিথি করতে হবে। নিয়ে সমঝোতাও হয়।

অনুষ্ঠান সন্ধ্যায় শুরু হয়। অনুষ্ঠানে পরিচালক অতিথিদের মধ্যে আহŸান করেছিলেন। সমঝোতা অনুযায়ী জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম অনুষ্ঠানে গিয়েছিলেন। সব অতিথিদের মঞ্চে ডাকা হলেও তাকে ডাকা হয়নি। কোরআন তেলাওয়াত শুরু হলে তিনি কয়েক জনকে বলে চলে আসেন। তিনি চাননি কোনো সমস্যা হোক। যদিও এই সময় প্রধান অতিথি অনুষ্ঠানে এসে হাজির হননি।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি বদরুল হোসেন খান অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর অনুষ্ঠানে আসেন। তাকে মঞ্চে আহ্বান করার সঙ্গে সঙ্গে কয়েক জন প্রতিবাদ করতে থাকেন। তারা বলতে থাকেনÑপ্রধান অতিথির ব্যাপারে আমাদের আপত্তি আছে। আমরা এটা মানি না। যার মধ্যে অন্যতম ছিলেন জামাল আহমেদ, মনিরসহ আরো কয়েকজন। তারা প্রধান অতিথিকে লক্ষ করে বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকেন। এই সময় কয়েকজন জামাল আহমেদকে হল থেকে বের করে দেয়ার চেষ্টা করেন এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে জামাল আহমেদে কয়েকজন মিলে ধাক্কা দিয়ে বের করে দেন। এরপর অবশ্য অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

শেয়ার করুন