২৬ এপ্রিল ২০১২, শুক্রবার, ০৫:৫৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :


ঢাকায় চন্ডিকা হাতুরাসিংহে
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২১-০২-২০২৩
ঢাকায় চন্ডিকা হাতুরাসিংহে


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দ্বায়িত্ব নিতে ঢাকায় পৌছে গেছেন চন্ডিকা হাতুরাসিংহে। এটা তার দ্বিতীয় দফা জাতীয় দলের দ্বায়িত্ব নিতে আসা। এর আগে সফলতার সঙ্গে দ্বায়িত্ব পালণ করলেও বোর্ডে তাকে নিয়ে মনমানল্য হয়। কথিত রয়েছে, দলের সিনিয়রদের সঙ্গে বনিবনা ভাল ছিলনা। এছাড়াও সিনিয়র খেদাও নামক একটা মিশনও ছিল তার। 

তবে বিসিবি বেশ কিছুদিন পর আবার অনুভব করেছে, বাংলাদেশ জাতীয় দলের জন্য কড়া একজন হেডমাষ্টার টাইফ শিক্ষকই প্রয়োজন। তাই আবারও তাকে ফিরিয়ে আনা। অবশ্য তিনি বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন চাকরি নিয়েই। 

এদিকে গতকাল সন্ধ্যায় ঢাকায় পৌছে মিডিয়ার সঙ্গে তেমন কথা না বলেই বিমানবন্দর ছেড়ে গেছেন। 

দ্বায়িত্ব গ্রহনের পর তার সামনে এখন বড় চ্যালেঞ্চ অপেক্ষা করছে। 


শেয়ার করুন