২৫ এপ্রিল ২০১২, বৃহস্পতিবার, ০৪:৩৮:৫০ অপরাহ্ন


খলিল বিরিয়ানি হাউজ পেলো নিউইয়র্ক সিটির এমবিই সার্টিফিকেশন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৩-২০২৩
খলিল বিরিয়ানি হাউজ পেলো নিউইয়র্ক সিটির এমবিই সার্টিফিকেশন সিটির এমবিই সার্টিফিকেশন ও মোহাম্মদ খলিলুর রহমান


প্রবাসের বহুল পরিচিত খলিল বিরিয়ানি হাউস নিউইয়র্ক সিটির এমবিই (মাইনোরিটি বিজনেস এন্টারপ্রাইজ) সার্টিফিকেশন লাভ করেছে। এর ফলে এই প্রতিষ্ঠান সিটি, স্টেট, ফেডারেলসহ বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানে তাদের খাদ্যসামগ্রী সরবরাহ করতে পারবে। গত ২৪ ফেব্রুয়ারি মেয়র এরিক এডাম স্বাক্ষরিত এক পত্রে সিটির এই সিদ্ধান্তের কথাজানানো হয়।

পত্রে আরো উল্লেখ করা হয়, সিটির সব শর্ত পূরণ করার প্রেক্ষিতে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। এই প্রতিষ্ঠানের নাম এখন থেকে নিউইয়র্ক সিটির অন লাইন ডাইরেক্টরিতে স্থান পাবে। যার ফলশ্রুতিতে সরকারি, বেসরকারি লেভেলের বিভিন্ন ক্রেতাদের কাছে এই প্রতিষ্ঠানের খাদ্যসামগ্রীর খবর সহজে পৌঁছে যাবে।

উল্লেখ্য, ইতোপূর্বে খলিল বিরিয়ানি হাউজের স্বত্বাধিকারী শেফ খলিলুর রহমান প্রেসিডেন্ট বাইডেন অ্যাওয়ার্ড এবং ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড অর্জনে সক্ষম হয়েছেন।

শেয়ার করুন