০২ মে ২০১২, বৃহস্পতিবার, ০৯:১৯:৫০ পূর্বাহ্ন


এরশাদের জন্মদিন পালন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৩-২০২৩
এরশাদের জন্মদিন পালন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির এরশাদের জন্মদিন পালন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির


জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা উদ্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ৯৪তম জন্মবার্ষিকী গত ২০ মার্চ পালন করেছে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি। সাবেক প্রেসিডেন্টের জন্মদিনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র নিউইয়র্কে এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্ট মিলনায়তনে কেক কাটা হয়। অনুষ্ঠানে জাতীয় পার্টি উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার সিনিয়র সহসভাপতি জসিম চৌধুরী, জাপার সহসভাপতি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহসভাপতি ডা. সেলিম উদ্দিন, জাপার সাধারণ সম্পাদক আবু তাবেল চৌধুরী চান্দু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল করিম, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, জাপার সাংগঠনিক ওসমান চৌধুরী, প্রচার সম্পাদক মীর জাকির, মহিলা সম্পাদক জেসমিন আকতার চৌধুরী, দপ্তর আবদুল মোতালেব, সদস্য আবদুল আউয়াল ফেরদৌস ওয়াহিদ, সদস্য মনিরুল ইসলাম, আবদুল বশর মিলন, এসএম মিচিয়াত, নীব চৌধুরী, উম্মি চৌধুরী, মো. সেলিম খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এরশাদের আত্মার শান্তি কামনা করে দোয়া চাওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এরশাদের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশের ১৬ কোটি মানুষ উন্নয়ন পেয়েছে। আজ বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে তা পল্লীবন্ধু মাধ্যমে শুরু হয়েছিল। দেশে গরিব মানুষ মেহনতী মানুষ তাদের ভাগ্য পরিবর্তনে এরশাদের অবদান বেশি। তারা আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকে বাংলার মানুষ ক্ষমতায় দেখতে চায়।

আগামী ২৬ মার্চ এস্টোরিয়া জাতীয় পার্টির পবিত্র মাহে রমজানে ইফতার অনুষ্ঠিত হবে, ইফতার পার্টি সুন্দর করে তোলার জন্য ওসমান চৌধুরীকে আহ্বায়ক, মীর জাকির সদস্য সচিব পাঁচ সদস্য ইফতার উপ-কমিটি করা হয়।

শেয়ার করুন