০১ মে ২০১২, বুধবার, ১১:৩৭:২৫ অপরাহ্ন


জাকির হোসেন খন্দকারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৫-২০২৩
জাকির হোসেন খন্দকারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া দোয়া মাহফিলের যুক্তরাষ্ট্র বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ


কম্যুনিটির অত্যন্ত পরিচিত মুখ, কোকো স্মৃতি সংসদের প্রেসিডেন্ট এবং নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন রাজুর বড় ভাই জাকির হোসেন খন্দকারের রূহের মাগফেরাত কামনা করে নিউইয়র্ক দক্ষিণ বিএনপির আয়োজনে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলটি গত ১৪ মে বাদ মাগরিব জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার এন্ড মসজিদে অনুষ্ঠিত হয়। বিশেষ দোয়া মাহফিলটি পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আব্দুস সাদেক। বিশেষ দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শাহাদাত হোসেন রাজু। তিনি কান্নজড়িত কণ্ঠে বলেন, আগে আমি বাবাকে হারিয়েছি। এই বড়ই ছিলেন আমাদের অভিভাবক। আমি তাকে হারালাম। তিনি বলেন, আমার মার বয়স ৯৬ বছর। তিনি এখনো বেঁচে রয়েছে। তার বেঁচে থাকা অবস্থায় তার ছেলের মৃত্যু অনেক কষ্টের। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞা জানান এবং তার ভাই’র আত্মার শান্তি কামনা করে দোয়া প্রার্থনা করেন।

দোয়া মাহফিলের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণের আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, মিজানুর রহমান ভুইয়া মিল্টন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট জামাল আহমেদ জনি, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান, সদস্য সচিব সাঈদুর রহমান সাঈদ, যুক্তরাষ্ট্র যুব দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, যুক্তরাষ্ট্র জাসাসের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সায়েম রহমান, নিউইয়র্ক মহানগর দক্ষিণের সদস্য সচিব বদিউল আলম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কাজী শাখাওয়াত হোসেন আজম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, বিএনপি নেতা আব্দুস সবুর, মোশাররফ হোসেন সবুজ, এজিএম জাহাঙ্গীর, বদরুল হক আজাদ, আমিনুল ইসলাম চৌধুরী, সাইফুল ইসলাম লিটন, শফিকুল ইসলাম দুলাল, ইঞ্জিনিয়ার খালেক, মোহাম্মদ সেলিম, কাজী আমিনুল হক স্বপন, নাসিম আহমেদ, মোতাহার হোসেন, আবুল কালাম প্রমুখ।

শেয়ার করুন