২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৬:২১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান


ইফজাল চৌধুরী সিলেট জেলা পরিষদের সদস্য নির্বাচিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-১০-২০২২
ইফজাল চৌধুরী সিলেট জেলা পরিষদের সদস্য নির্বাচিত জয়ের পর ইফজাল চৌধুরী


প্রবাসের অন্যতম পরিচিত মুখ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সহ সভাপতি, জালালাবাদ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুব লীগ নেতা ইফজাল চৌধুরী নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। অসাধ্যকে সাধন করেছেন। এটা সম্ভব হয়েছে নেতৃত্বের গুণের কারণেই। তা না হলে প্রবাসে থেকে হঠাৎ করে বাংলাদেশে গিয়ে নিজ এলাকার মানুষের মনজয় করে কীভাবে নেতা নির্বাচিত হলেন। আসলে তিনি সিলেট জেলা পরিষদের নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিলেট যুব লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ। অনেকই ধারণা করেছিলেন শামীম আহমেদের সাথে হয়ত ইফজাল চৌধুরীর প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু ইফজাল চৌধুরী যে বাজিমাত করবেন এটা কারো ধারণাতেই ছিলো না। নিউইয়র্ক থেকে বড় ভাই বিলাল চৌধুরী, তার বন্ধু-সহকর্মী, শুভাকাঙ্খি এবং সিলেটের স্থানীয় নেতৃবৃন্দের পরামর্শ এবং সহযোগিতায় ইফজাল চৌধুরী নতুন ইতিহাস তৈরি করেন।

সিলেট জেলা পরিষদের (১৩ নং ওয়ার্ড)  নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৭ অক্টোবর। এই নির্বাচনে তিন প্রতিদ্বন্দ্বী অংশগ্রহণ করেন। এবং ১২০ জন ভোটারের ১১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১টি ভোট বাতিল করা হয় এবং ২ জন অনুপস্থিত ছিলেন। ইফজাল চৌধুরী পেয়েছেন ৬৫ ভোট, শামীম আহমেদ পেয়েছেন ৪৯ ভোট। অপর প্রার্থী আব্দুর রহমান পেয়েছেন মাত্র তিন ভোট। ইফজাল চৌধুরীর এই বিজয়ে প্রবাসী বাংলাদেশীরা আনন্দিত হয়েছেন এবং তারা তাকে অভিনন্দন জানাচ্ছেন।

অন্যদিকে প্রবাসের আরেক প্রিয় মুখ বিয়ানীবাজারের মোহাম্মদ খসরুজ্জামান খসরুও জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছেন (ওয়ার্ড নম্বর-৮)।

শেয়ার করুন