২৫ এপ্রিল ২০১২, বৃহস্পতিবার, ১০:৪৩:২৬ অপরাহ্ন


নিউইয়র্কসহ উত্তর আমেরিকার বিভিন্ন মসজিদে ঈদ জামাতের কর্মসূচি
ঈদ জামাত কখন কোথায়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৪-২০২২
ঈদ জামাত কখন কোথায়


 চাঁদ দেখাসাপেক্ষ আগামী ১ অথবা ২ মে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে নিউইয়র্কসহ উত্তর আমেরিকার বিভিন্ন মসজিদে ঈদ জামাতের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সামারে ঈদ হওয়ার কারণে অধিকাংশ মসজিদে থেকেই ঘোষণা দেয়া হয়েছে বাইরে খোলা মাঠে ঈদ জামাত করার। আর আবহাওয়া খারাপ থাকলে মসজিদের ভিতরেই একাধিক জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামাতগুলোতে পুরুষের পাশাপাশি মহিলাদেরও ঈদ জামাতের অংশগ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন মসজিদে সূত্রে জানা গেছে, এবার যেহেতু সবাই একত্রে রোজা শুরু করেছে, ঈদও একদিনে হবে।

জ্যামাইকার দারুস সালাম মসজিদে চাঁদ দেখাসাপেক্ষ ঈদের জামাত অনুষ্ঠিত হবে আগামী ১ বা ২ মে। দারুস সালাম মসজিদের ইমাম মওলানা আব্দুল মুকিত জানান, দারুস সালাম মসজিদে ঈদের চারটি জামাত অনুষ্ঠিত হবে মসজিদের ভিতরে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায় এবং চতুর্থ জামাত সকাল ১০টায়। প্রথম জামাত ব্যতিত সকল জামাতে মহিলাদের নামাজ আদায় করার সুুযোগ রয়েছে।

এস্টোরিয়ার আল আমিন মসজিদে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদ জামাত অনুষ্ঠিত আগামী ১ বা ২ মে। আল আমিন মসজিদের প্রেসিডেন্ট জয়নাল আবেদীন জানান, আবহাওয়া ভালো থাকলে মসজিদের পাশেই ৩৬ স্ট্রিট ৩৬ অ্যাভিনিউ এবং ৩৭ অ্যাভিনিউয়ের ওপর ঈদের একটি জামাত অনুুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে। আর আবহাওয়া খারাপ থাকলে মসজিদের ভিতরে তিনটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা, সকাল ৮টা এবং সকাল ৯টায়। সকল জামাতেই মহিলাদের নামাজ আদায় করার সুযোগ রয়েছে।

ব্রুকলিন ইসলামিক সেন্টার ও বায়তুল সালাম মসজিদের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে ১ বা ২ মে ব্রুকলিনের প্রোসপেক্ট পার্কে।

জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে। জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান জানান, ১০ বছর পর নেতৃত্বে গুণে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিট, ৩৭ অ্যাভিনিউ এবং ব্রডওয়েতে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ব্রুকলিন বায়তুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড ও অ্যাভিনিউ সির ওপর সকাল সাড়ে ৮টায় ১টি জামাত অনুষ্ঠিত হবে।

জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে টমাস এডিসন হাই স্কুল মাঠে (১৬৮ স্ট্রিট ও ৮৪ অ্যাভিনিউ)। জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এখানে মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা রাখা হয়েছে।

জ্যামাইকার মসজিদ মিশনে (হাজিক্যাম্পে) ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায়।

ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে ঈদের দুটো জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়। উভয় জামাতেই মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে।

ইস্ট এলেমহাস্ট জামে মসজিদের উদ্যোগে পিএস ১২৭ স্কুল মাঠে (৯৮-০১ ২৫ এভিনিউ) ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। আবহাওয়া খারাপ থাকলে মসজিদের ভিতরে দুটো জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা এবং সকাল ৯টায়।

ওজনপার্কের ফুলতলি ইসলামিক সেন্টারে একটি জামাত অনুুষ্ঠিত পিএস ৬৪ স্কুলের মাঠে। জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিট।

ওজনপার্কে আল ফোরকান মসজিদে ঈদের দুটো জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়।


শেয়ার করুন