২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৭:৩২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান


প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ড. সিদ্দিক
মোদির মতো হাসিনাকেও বাইডেন বিশেষভাবে আমন্ত্রণ জানাবেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৬-২০২৩
মোদির মতো হাসিনাকেও বাইডেন বিশেষভাবে আমন্ত্রণ জানাবেন বক্তব্য রাখছেন ড. সিদ্দিকুর রহমান


ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে গত ২৩ জুন জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় এক সমাবেশ এবং র‌্যালির আয়োজন করা হয়। সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ছাড়াও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বাধীনতার সপক্ষের শক্তির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক দুলাল মিয়া এনামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সামছুদ্দিন আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মেরাজ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সোলায়মান আলী, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সদস্য সাহানারা রহমান, জহিরুল ইসলাম, শরিফ কামরুল হীরা, নুরুল আফসার সেন্টু, বীর মুক্তিযোদ্ধা মিজান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হিরু ভুইয়া, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল, সহ-সভাপতি হুমায়ুন কবির, কানেকটিকাট  স্টেট  আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হক জেয়াদ, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক স্বীকৃতি বডুয়া, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপ-আন্তর্জাতিক সম্পাদক গাজী অহিদুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য কামাল হোসেন রাকিব, যুক্তরাষ্ট্র যুব লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বাহার খন্দকার সবুজ, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সেবুল মিয়া, আতিকুর সুজন, একরামুল হক সাবু, সামছুল হক, নিরলব নিতাই, শহিদ চৌধুরী, নুরুল নব্বী, রাসেল আহমদ, সাইফুল ইসলাম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সুবল দেবনাথ সহ-সভাপতি দুরুদ মিয়া রনেল, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক শামীম আলামিন, হেলাল মিয়া, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ. জয়, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক নেতা মো. ফাহিম আহমেদ, মাহমুদুল হাসান, নিউইয়র্ক স্টেট ছাত্রলীগের সভাপতি রায়হান মাহমুদ, মোহাম্মদ চিশতি প্রমুখ।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাই অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। বাংলাদেশ আওয়ামী লীগের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে নতুন খেলা শুরু করেছে। তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে নানা ধরনের চাপ সৃষ্টি করেছে। তিনি বলেন, আপনাদের নিশ্চয় মনে আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধ করেছিলো। আজকে আমরা যখন সমাবেশ করছি তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সম্মাননা জানাচ্ছেন। আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমেরিকা সম্মান জানাবে।

অনুষ্ঠানে অন্যরা বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। তারা বলেন, আওয়ামী লীগ হলো বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তি। বাংলাদেশকে নিয়ে স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে এবং আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। সমাবেশ শেষে তারা ডাইভার সিটি প্লাজায় র‌্যালি করেন।

শেয়ার করুন