২৭ এপ্রিল ২০১২, শনিবার, ০৯:১৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান ‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি


প্রবাসী মতলব সমিতির জমজমাট বনভোজন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৮-২০২৩
প্রবাসী মতলব সমিতির জমজমাট বনভোজন প্রবাসী মতলব সমিতির বনভোজনের দৃশ্য


গত ২০ আগস্ট রোববার প্রবাসী মতলব সমিতি ইন্ক’র “বার্ষিক বনভোজন ২০২৩”  লং আইল্যান্ডের সবুজ শ্যামল ছায়া ঘেরা মনরোম  পরিবেশে বেলমন্ট লেক স্টেট পার্কে অনুষ্ঠিত হয়। প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ এবং মুনাজাত করার মাধ্যমে বনভোজনের কার্যক্রম শুরু হয়। প্রবাসী মতলব সমিতির সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: নাজির উদ্দিন পাটওয়ারীর (সোহেল) পরিচালনায় পবিত্র কোরআন তেলওয়াত পাঠ ও মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ হতে আগত হযরত মাওলানা শফিকুল ইসলাম পীরজাদা ফতেয়াবাদ, দেবিদ্বার, কুমিল্লা। উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি এবং প্রবাসী মতলব সমিতির উপদেষ্টা নাজমুল এ ফারুক। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী মতলব সমিতির উপদেষ্টা আহমেদ আহসান মেহেদি, ফোনে সংযোগ ছিলেন ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, প্রেসিডেন্ট এবং সিইও কুইন্স সোস্যাল এডাল্ট ডে কেয়ার সেন্টার, মোহাম্মদ আলী, সভাপতি বাংলাদেশ আমেরিকান সোসাইটি, বৃহত্তর কুমিল্লা সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক মিয়া মো: দুলাল, বর্তমান সাধারণ সম্পাদক এবি সিদ্দিক পাটোয়ারি। আরো উপস্থিত ছিলেন প্রবাসী মতলব সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্জ্ব ফারুক হোসেন মজুমদার, উপদেষ্টা মানিক মিয়া, মাহবুবুর রহমান, প্রবাসী মতলব সমিতির প্রধান পৃষ্ঠপোষক এবং প্রতিষ্ঠাতা সদস্য কবির রতন, প্রতিষ্ঠাতা সভাপতি সাকিল মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য গোলাম সরোয়ার দুলাল, মো: শাহাদাত হোসেন, ফয়েজউল্লাহ প্রধান, প্রাক্তন সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য মিয়া ওবায়েদুর রহমান, সহ সভাপতি মো: ফারুক পাটোয়ারী, ভবোতোষ সাহা, রাবেয়া বসরি, বনভোজন উপকমিটির আহবায়ক মিয়া ফয়েজ, সদস্য সচিব জয়নাল আবেদীন, প্রধান সমন্বয় কারী আজম কাদরি, বনভোজন উপকমিটির সদস্য গোলাম কিবরিয়া (তপন), এমদাদুল হক, জাহিদুর রহমান, হাবিবুর রহমান, ইমন পাটোয়ারী, সুদন দাস, তপন সাহা, কামরুল আমীন সুমন, আবু সালেক সুমন, সাহিদা খানম, মো: কে আলম, জিসান আহমেদ, ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, আল আমিন হাওলাদার, মো: আনোয়ার হোসেন, এনামুল হক শিকদার বাদল, মো: আজহারুল হক, তৌহিদুল ইসলামসহ উত্তর আমেরিকায় বসবাসরত মতলববাসী উপস্থতি ছিলেন। বনভোজনটি একটি এক মহামিলন মেলায় পরিণত হয়।

এছাড়া প্রবাসী মতলব সমিতি ইন্ক কর্তৃক প্রকাশিত স্মরনিকা “হৃদয়ে মতলব”  মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ হতে আগত শিশু সাহিত্যিক ও গবেষক হুমায়ন কবীর ঢালী। জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টরেন্ট সকালের নাস্তা এবং দুপুরের সুস্বাদু খাবার পরিবেশন করে। ছোট বাচ্চাদের দৌড়, বড় ছেলে মেয়েদের মেধা যাছাই ক্রস ওয়ার্ড, মেয়েদের হাড়ি ভাঙা, পুরুষদের প্রীতি ফুটবল ম্যাচ, মহিলাদের বালিশ খেলাসহ বিভিন্ন আয়োজন। এছাড়া আকর্ষণীয় র‌্যাফেল ড্র এবং মনোরজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন উত্তর আমেরিকর অত্যন্ত সুপরিচিত সঙ্গীত শিল্পী শাহ মাহবুবসহ স্থানীয় শিল্পীবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বাংলদেশ কমিউনিটির পরিচিত মুখ মিয়া মো: দুলাল। 

র‌্যাফেল ড্র এর প্রথম পুরস্কার নগদ ১০০০ ডলার, সৌজন্যে ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, প্রেসিডেন্ট এবং সিইও কুইন্স সোস্যাল এডাল্ট ডে কেয়ার সেন্টার,  দ্বিতীয় পুরস্কার স্বর্ণের চেইন সৌজন্যে প্রবাসী মতলব সমিতি ইন্ক। তৃতীয় পুরস্কার স্বর্ণের চেইন সৌজন্যে মাহবুবুর রহমান, উপদেষ্টা প্রবাসী মতলব সমিতি। চতুর্থ পুরস্কার স্বর্ণের কানের দুল সৌজন্যে সোনা চান্দি জুয়েলার্স, ৫ম পুরস্কার আই প্যাড সৌজন্যে আলমগীর হোসেন সিইও, এডভান্স একাউন্টিং।  ৬ষ্ঠ পুরস্কার লেপটপ, সৌজন্যে মহিউদ্দিন দেওয়ান সিনিয়ার সহ সভাপতি বাংলাদেশ সোসাইটি। ৭ম পুরস্কার লেপটপ সৌজন্যে ওয়ালীউদ্দিন সরকার প্রাক্তন সভাপতি হোমনা তিতাস ফাউন্ডেশন। ৮ম পুরস্কার লেপটপ, সৌজন্যে  আশরাফ চৌধুরী  খোকন চেয়ারম্যান, কেরিং ফ্রেন্ড ডাইরেক্ট। ৯ম পুরস্কার  ৪৩” টিভি সৌজন্যে মোহাম্মদ আলী সভাপতি বাংলাদেশ আমেরিকান সোসাইটি। ১০ম পুরস্কার ৪০”  টিভি সৌজন্যে বাংলাদেশ আমেরিকান পোস্টাল এমপ্লোয়ী এসোসিয়েশন।

বনভোজনে সার্বিক সহযোগিতা করেন নাজমুল এ ফারুক, উপদেষ্টা প্রবাসী মতলব সমিতি, আহমেদ আহসান মেহেদী উপদেষ্টা প্রবাসী মতলব সমিতি, ইঞ্জিনিয়ার মাহফুজুল হক সিইও কুইন্স সোশ্যাল এডাল্ট ডে কেয়ার সেন্টার, আজিজা সুলতানা সীমা, কবির ফ্যামিলী, মো: শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন, শাহ জে চৌধুরী, সিইও, শাহ্ ফাউন্ডেশন, সোনা চান্দি জুয়েলার্স, জ্যাকসন হাইটস, নুর আলী ফাইন্যান্স, হিলসাইড হুন্ডা, মাহফুজুর রহমান, রিয়েলেটর, হাসান সোহেল, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নাজিম চৌধুরী হিলসাইড হোন্ডা, ওহিদ আহমেদ রিয়াদ, সদস্য প্রবাসী মতলব সমিতি, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সদস্য প্রবাসী মতলব সমিতি, শাহ নেওয়াজ প্রেসিডেন্ট এন্ড সিইও গোল্ডেন এজ হোম কেয়ার, হারুন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী, কাশেম চৌধুরী, সদস্য বাংলাদেশ সোসাইটি, গোলাম সরোয়ার দুলাল প্রতিষ্ঠাতা সদস্য, প্রবাসী মতলব সমিতি, এটর্নী মঈন চৌধুরী, রোকসানা চৌধুরী বিলকিস, সদস্য প্রবাসী মতলব সমিতি, শাহীন, ইশিকা প্রিন্টার্স, মো: মনিরুজ্জামান মজুমদার, রিয়েলেটর, আজম কাদরি, উপদেষ্টা, মতলব সমিতি, মো: ওয়ালী উদ্দিন সরকার, প্রাক্তন সভাপতি, হোমনা তিতাস ফাউন্ডেশন, তপন সাহা, বিশিষ্ট ব্যবসায়ী, রাজীব আহমেদ, মেগা ইন্সুরেন্স, মোহাম্মদ আলম নমি, পিরান ফ্যাশন, সীমা ফ্যাশন, বশির আহমেদ, ওয়ার্ল্ড ট্রাভেল এন্ড ট্যুর, হাসান জিলানী, সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী, সীমা জামান, সদস্য মতলব সমিতি, রুহুল আমিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক বাংলাদেশ সোসাইটি, আলহাজ্জ্ব ফারুক মজুমদার, প্রধান উপদেষ্টা প্রবাসী মতলব সমিতি, শাহাদাত হোসেন টিপু, ডা: ফেরদৌস খন্দকার, মানিক মিয়া, উপদেষ্টা প্রবাসী মতলব সমিতি, মিয়া মো: দুলাল প্রাক্তন সাধারণ সম্পাদক, বৃহত্তম কুমিল্লা সমিতি, বিপ্লব সাহা, বড় বাজার, কামরুজ্জামান খামারবাড়ি গ্রোসারী, বিশ্বাস খামারবাডী গ্রোসারী, আজাদুল, মিডো ব্রুক, লিটু চৌধুরী, মামাস রেস্টুরেন্ট, সরোয়ার খান, রিয়েলেটর, কবির চৌধুরী, ক্রিসেন্ট ইন্সুরেন্স, অমিত ফেব্রিক্স প্রমুখ।

শেয়ার করুন