২৫ এপ্রিল ২০১২, বৃহস্পতিবার, ১০:৩৮:০১ অপরাহ্ন


মার্কিন ইমিগ্রেশন ডিপার্টমেন্ট
ওয়ার্ক পারমিট ও অ্যাসাইলাম আবেদনের বিধিবিধানের আপডেট
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৫-২০২২
ওয়ার্ক পারমিট ও অ্যাসাইলাম আবেদনের বিধিবিধানের আপডেট


ইউএসসিআইএস বা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট গত ২৮ এপ্রিল নতুন করে অ্যাসাইলাম প্রার্থীদের ওয়ার্ক পারমিট সংক্রান্ত রুল পরিবর্তনের বা জটিলতা নিরসনে বিধিনিষেধের আপডেট দিয়েছে। সি-৮ বা পেন্ডিং অ্যাসাইলাম মামলার আবেদনকারীদের কতিপয় পরিবর্তিত রুল গত ৭ ফেব্রুয়ারি এক মামলার রায়ে বন্ধ করে দেয়া হয়। এসব বিধিবিধানে ওয়ার্ক পারমিট, অ্যাসাইলাম আবেদন-সংক্রান্ত রুল রয়েছে।

যেসব বিধিবিধান পরিষ্কারভাবে বলবৎ করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- ১. নতুন কোনো ফরম প্রকাশ না করা পর্যন্ত অ্যাসাইলাম আবেদন করতে ৮/২৫/২০২০ সালে প্রকাশিত আই-৫৮৯ ব্যবহার করা যাবে।

২. আপনি কাসা বা এসাপ সদস্য-সংক্রান্ত ডকুমেন্ট পেশ করতে পারেন ওয়ার্ক পারমিটের জন্য। কিন্তু অ্যাসাইলাম ওয়ার্কসের সঙ্গে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে বলা হয়েছে, আপনাকে কাসা বা এসাপের সদস্য হিসেবে ওয়ার্ক পারমিটের আবেদন করতে হবে না।

৩। আপনি অ্যাসাইলাম আবেদনের ৩৬৫ দিনের পরিবর্তে ১৫০ দিনের পর ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারেন।

৪। ওয়ার্ক পারমিটের আবেদন করতে ৪৯৫ ডলারের পরিবর্তে ৪১০ ডলার দিলে চলবে। বেশি দিলে আবেদন ফেরত পাঠাবে। 

৫। অবশ্য আপনাকে অ্যাভিডেন্স বা ডকুমেন্ট সংক্রান্ত সকল অনুরোধের জবাব দিতে হবে। অন্যথায় ওয়ার্ক পারমিট আবেদন ডিনাই হয়ে যেতে পারে। 

৬। আপনাকে আই-৭৬৫ ফরম বা ওয়ার্ক পারমিট ফরমে বৈধ না অবৈধভাবে এ দেশে প্রবেশ করেছেন এ প্রশ্নের জবাব দিতে হবে না। 

৭। আপনি এক বছর সময়ে অ্যাসাইলাম আবেদন না করলেও ওয়ার্ক পারমিট পেতে কোনো বাধা নেই। 

৮। কতিপয় অপরাধমূলক কর্মকাণ্ড ও তার জন্য কোনো শাস্তি প্রদান ওয়ার্ক পারমিট পেতে আর প্রতিবন্ধক নয়।

৯। যদি অ্যাসাইলাম আবেদন বাতিল হয়, তাহলে ওয়ার্ক পারমিট যে তারিখে অ্যাসাইলাম বাতিল হয়েছে সে তারিখেই বাতিল হবে না। 

১০। যদি সময়মতো আপনি অ্যাসাইলাম বাতিলের বিরুদ্ধে আপিল করেন, তাহলে আপনি ওয়ার্ক পারমিট নবায়নের আবেদন করতে পারেন।

১১। প্রাথমিক ওয়ার্ক পারমিটের জন্য ৩০ দিনের প্রক্রিয়াগত সময়সীমা পুনর্বহাল করা হয়েছে। অর্থাৎ প্রথম ওয়ার্ক পারমিট ৩০ দিনের মধ্যে পাওয়া যাবে। 

১২। সি-৮ ক্যাটারিতে ওয়ার্ক পারমিট আর প্রশাসনের কর্তৃত্বাধীন বা এখতিয়ারমূলক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নয়।

১৩। ৩০ দিনের পর কোনো অ্যাসাইলাম আবেদন সুষ্ঠুভাবে পেশ করা হয়নি বলে খারিজ করা যাবে না।

১৪। অ্যাসাইলাম অফিসার আপনার দেয়া সকল তথ্য, অ্যাভিডেন্স ও ডকুমেন্ট অ্যাসাইলাম আবেদন পেশের সময় বা অ্যাসাইলাম ইন্টারভিউয়ের সময় পেশ করতে হতে পারে। অ্যাসাইলাম অফিসার তা ছাড়া আপনাকে অ্যাভিডেন্স ও ডকুমেন্ট পেশের সময় বাড়াতে পারে। 


শেয়ার করুন