২৮ এপ্রিল ২০১২, রবিবার, ১১:০৮:১৯ অপরাহ্ন


জাতিসংঘ সদর দফতরের সামনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৯-২০২৩
জাতিসংঘ সদর দফতরের সামনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ


বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদেশে উন্নত চিকিৎসা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমেরিকা সফরের প্রতিবাদ জানিয়ে   বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।

গত ২২ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী নিউইয়র্কের ম্যানহাটনের জাতিসংঘ সদও দফতরের সামনে তারা বিক্ষোভ করেন। পাশাপাশি সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। যুক্তরাষ্ট্র বিএনপির এই সমাবেশে নিউইয়র্ক ছাড়াও নিউজার্সি, ওয়াশিংন, কানাডা, লন্ডন, পেনসিলভানিয়া, জর্জিয়া, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ফ্লোরিডাসহ অন্যান্য স্টেটে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিএনপি নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, ফয়সাল চৌধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক অলিউলাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, দক্ষিণ বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, সদস্য সচিব বদিউল আলম, উত্তরের আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন, সদস্য সচিব ফয়েজ চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, এমদাদুল হক কামাল, নিয়াজ আহমেদ জুয়েল, আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সবুজ, যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুণ, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ডা. আব্দুস সবুর, সদস্য সচিব মাজহারুল ইসলাম মিরন, আব্দুস সবুর, জহিরুল ইসলাম মোল্লা, বদরুল হক আজাদ, ভিপি জসীম উদ্দিন, রিয়াজ মাহমুদ, গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান, সদস্য সচিব জাহাঙ্গীর সরওয়ার্দী, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, যুবদল নেতা আতিকুল হক আহাদ, মিজানুর রহমান, পারভেজ সাজ্জাদ, দেওয়ান কাওসার, মোহাম্মদ এ রহমান, আবুল কাসেম, আব্দুস সবুর, মোশারফ হোসেন সবুজ, ওমর ফারুক, শেখ হায়দার আলী, ওমর ফারুক, মাহফুজুল মাওলা নান্নু, আবু তাহের, কাউসার আহমেদ, রেজাউল আজাদ ভূইয়া, রুহুল আমিন নাসির, মোহাম্মদ জে হোসেন, মাজহারুল ইসলাম জনি, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, উত্তম বনিক, দেলোয়ার হোসেন শিপন, মনিরুল ইসলাম, আমিনুল ইসলাম চৌধুরী, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, মীর মিজান, মোস্তাক আহমেদ, কয়েস আহমেদ প্রমুখ। বিক্ষোভ সমাবেশে ফ্লোরিডা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমরানুল হক চাকলাদার এবং ফ্লোরিডা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইলিয়াস খান, মো. রফিকুল হক (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট), শহিদ খান ফিরোজ (সিনিয়র যুগ্ম-সম্পাদক), মো. মহসিন (সাংগঠনিক সম্পাদক), সদস্যদের মধ্যে মতিয়ার রহমান, আহসান হাবিব হিমেল, আলমগীর কবির, কামরুল ইসলাম, আব্দুস সালাম, মো. শামিম, মোহাম্মদ আলী, মো. বাবর, আব্দুর রশিদ খান হারুন (সাবেক সভাপতি ফ্লোরিডা বিএনপি), মো. দিনাজ খান (প্রতিষ্ঠাতা সভাপতি ফ্লোরিডা বিএনপি), ওয়াশিংটন বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল, দেলোয়ার হোসেন, মো: সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেন, আমাদের একমাত্র দাবি অবিলম্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হবে। সেই সঙ্গে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

আব্দুল লতিফ সম্রাট বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে এবং সেই সঙ্গে তারেক রহমানের সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

জিল্লুর রহমান জিল্লু বলেন, আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হবে এবং বেগম জিয়া মুক্দি পাবেন এবং তারেক রহমান দেশে ফিরে যাবেন।

গিয়াস আহমেদ বলেন, এই সরকারের পায়ের নিচে মাটি নেই। তাদের মধ্যে পতনের আতঙ্ক শুরু হয়েছে। সুতরাং আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন বলেন, অবিলম্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে হবে। সেই সঙ্গে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

ফ্লোরিডা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমরানুল হক চাকলাদার বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে সম্পূর্ণ গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে। তারা আবারও গায়ের জোরে ক্ষমতায় থাকতে নীলনকশা করে যাচ্ছে। কিন্তু এবার তাদের শেষ রক্ষা হবে না। এসময় তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান।

শেয়ার করুন