০৫ মে ২০১২, রবিবার, ০৯:০১:০৯ অপরাহ্ন


বিশ্বব্যাপী জাকাত ফাউন্ডেশন আমেরিকার খাদ্য বিতরণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৫-২০২২
বিশ্বব্যাপী জাকাত ফাউন্ডেশন আমেরিকার খাদ্য বিতরণ ব্রুকলিনে মসজিদ তাকওয়ার সামনে জাকাত ফাউন্ডেশনের ইফতার বিতরণ


রমজানজুড়ে নিরন্ন মানুষের ক্ষুধার যন্ত্রণা এড়াতে বিশ্বব্যাপী জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে নিউইয়র্ক সিটিতে মাসজুড়ে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছে সংস্থাটি। নিউইয়র্কের এস্টোরিয়ায় মসজিদ দার উদ দাওয়ার সামনে গত ২৭ এপ্রিল ইফতার বিতরণ করেছে জাকাত ফাউন্ডেশন। বিতরণ কার্যক্রমটি যৌথভাবে বাস্তবায়ন করে অ্যাসেম্বলি মেম্বার জোহারান মামদানীর অফিস। এসময় বিতরণ কার্যক্রমে অংশ নেন অ্যাসেম্বলি মেম্বার জোহরান মামদানী, অ্যাসেম্বলিওম্যান জেসিকা গঞ্জালেস রোহাস ও জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার রিজিওনাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ইমরান আনসারী প্রমুখ।

এছাড়াও ব্রুকলিনের তাকওয়া মসজিদ, বাংলাদেশ মুসলিম সেন্টার, মসজিদে ইব্রাহিমে ইফতার বিতরণ করে সংস্থাটি। কুইন্সে আরো যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ করে সংস্থাটির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ইকনা আল মারকাজ, মসজিদে রাইয়ান। ব্রঙ্কসের বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করা হয় সংস্থার প থেকে। এ পর্যন্ত বিশ্বের প্রায় ২৫টি দেশে রমজান উপলে খাদ্যসামগ্রী বিতরণ করে জাকাত ফাউন্ডেশন।

শেয়ার করুন