২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৭:৪১:১৮ পূর্বাহ্ন


১৯ তম এশিয়ান গেমস
হাংজু এশিয়ান গেমস স্থগিত
ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৬-০৫-২০২২
হাংজু এশিয়ান গেমস স্থগিত


প্রস্তুতিটা যথার্থই হচ্ছিল। শুধু আয়োজক হাংজু বা চীন নয়। অংশ নিতে যাওয়া খেলোয়াড়,কর্মকর্তা সর্বত্রই ছিল প্রস্তুতি ছোয়া। কিন্তু স্থগিত হয়ে গেছে এশিয়ান গেমস। ২০২৩ সাল পর্যন্ত প্রাথমিকভাবে স্থগিত হয়েছে এশিয়ার সর্ববৃহৎ এ গেমস। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) ভারপ্রাপ্ত সভাপতি রণধীর সিং শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন। রয়টার্স। 

অলিম্পিক গেমসের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া আসর হিসেবে পরিচিত এশিয়ান গেমস। এটা ছিল এ আসরের ১৯ তম। আগামী ১০-২৫ সেপ্টের হওয়ার কথা ছিল। 

তবে হটাৎ স্থগিত হলে বিস্তারিত খবর দেয়া হয়নি। তবে করোনার উৎপত্তিস্থল চীনে আবারও করোনার ঢেউ। আপাতত তারা এটা মোকাবেলায় মহাব্যাস্ত। 

একই সুত্র ধরে সম্প্রতি বেশ ক’টি বড় সিটিতে লকডাউনও দিয়েছে চীন প্রশাসন। ফলে করোনার প্রকোপ বাড়ার পর থেকেই একটা কানাঘুষা চলছিল হাংজুর গেমস নিয়ে। আদৌ হবে তো যথাসময়ে। শেষ পর্যন্ত স্থগিতই হলো। 


শেয়ার করুন