০১ মে ২০১২, বুধবার, ০১:০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে এবার বন্দুকধারীর গুলিতে তিন আইনশৃংলাবাহিনীর সদস্য নিহত ‘বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতিভা বিকাশে কোন ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না’ সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ


জোসেপ বোরেলের বক্তব্যের সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একাত্বতা
বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেপ্তারে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের উদ্বেগ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৩
বিরোধীদলীয়  নেতাকর্মীকে গ্রেপ্তারে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের উদ্বেগ


ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক ও সিকিউরিটি পলিসি প্রধান এবং ইউরোপীয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বরেলের বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সোমবার (০৬ নভেম্বর) সকালে ইইউ পররাষ্ট্রবিষয়ক ও সিকিউরিটি পলিসি প্রধানের ওই টুইট পোস্ট করে যুক্তরাষ্ট্র দূতাবাস নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে লিখেছে “আমরাও একমত।”


এর আগের দিন অর্থাৎ ৫ নভেম্বর - বাংলাদেশে হাজার হাজার বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করায় সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছিলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক ও সিকিউরিটি পলিসি প্রধান এবং ইউরোপীয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বরেল। সেই সাথে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করার পাশাপাশি অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় খুঁজে বের করার তাগিদও দিয়েছিলেন তিনি।
রবিবার (০৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) জোসেফ বরেল লিখেছিলেন-


“বাংলাদেশে আট হাজারেরও বেশি বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করায় (আমি) উদ্বিগ্ন। সর্বক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি। গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক, অংশগ্রহণমূলক নির্বাচনের শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করাটা গুরুত্বপূর্ণ।”

শেয়ার করুন