০২ মে ২০১২, বৃহস্পতিবার, ০৮:৫৯:৪২ পূর্বাহ্ন


বাংলাদেশে ভোট গ্রহন শুরু, ভোট দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-০১-২০২৪
বাংলাদেশে ভোট গ্রহন শুরু, ভোট দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট দিলেন প্রধানমন্ত্রী/ টিভি থেকে সংগৃহীত ছবি


বাংলাদেশে বহুল আলোচিত দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়েছে। আজ ৭ জানুয়ারী সকাল ৮টা থেকে এ ভোট গ্রহন শুরু। ২৯৯ টি আসনে একযোগে চলছে ভোট গ্রহন। ভোটারদের নিরাপত্বা নিশ্চিত করতে মাঠে রয়েছে আইনশৃংখলাবাহিনী। কনকনে শীতের সকালের শুরুতে কেন্দ্রের সামনে উপস্থিতি তুলনামূলকভাবে কম। তবে বেলা বাড়লে উপস্থিতি বাড়বে বলে আশা করছেন নির্বাচনী কর্মকর্তারা।   



ভোট দিলেন প্রধানমন্ত্রী  


আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ৮টার আগেই রাজধানী ঢাকার সিটি কলেজ কেন্দ্রে  পৌঁছান। এই কেন্দ্রের প্রথম ভোটার হিসাবে তিনি ভোট দিয়েছেন। এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ এবং বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।  
ভোট দিয়ে জয়ের আশাবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


 ২৯৯ আসনে এবার নির্বাচনী লড়াইয়ে রয়েছেন ১৯৬৯ জন প্রার্থী। তাদের মধ্যে ১ হাজার ৫৩২ জন দেশের ২৮টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী; বাকি ৪৩৭ জন স্বতন্ত্র।  এছাড়া প্রার্থীর মৃত্যুতে পিছিয়ে যাওয়া নওগাঁ-২ আসনে প্রার্থী আছেন আরো দুজন। দ্বাদশ সংসদ নির্বাচনে রেকর্ড ৯৭ জন নারী প্রার্থী রয়েছেন।  


২৯৯ আসনে এককভাবে সবচেয়ে বেশি প্রার্থী ক্ষমতাসীন আওয়ামী লীগের ২৬৫ জন (নৌকা ২৭১)। একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (লাঙ্গল) ২৬৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।  
 

শেয়ার করুন