১২ এপ্রিল ২০১২, বুধবার, ০৩:৩৬:০০ অপরাহ্ন
শিরোনাম :


সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের ওপর হামলার প্রতিবাদ
যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ সমাবেশ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৫-২০২২
যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতৃবৃন্দ


বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ডা. খন্দকার মোশাররফ হোসেনের ওপর সরকারিদলের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নিউইয়র্কে বিশাল বিােভ সমাবেশ অনুষ্ঠিত। বিক্ষোভ সমাবেশটি গত ১৫ মে বিকেলে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত হয়। প্রতিবাদ ও বিােভ সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নিয়ে বিক্ষোভ সমাবেশকে বিশাল সমাবেশে রূপ দেয়। শত শত নেতাকর্মীর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ব্যস্ততম রাজপথ।

যুক্তরাষ্ট্র বিএনপির সুবর্ণজয়ন্তী কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লুর সভাপতিত্বে এবং সুবর্ণজয়ন্তী কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিল্টন ভুইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাধীনতা সুবর্ণজয়ন্তী কমিটির যুগ্ম আহবায়ক জসীম ভুইয়া, আব্দুস সবুর, আলহাজ সোলায়মান ভ‚ইয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী,

কুমিল্লা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক জসীম আহমেদ, গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চের সভাপতি ভিপি জসীম, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মওলানা অলিউল্যাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, যুক্তরাষ্ট্র যুব দলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সুরুজ্জামান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ফিরোজ আহমেদ, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি সরওয়ার খান বাবু, আল আমিন, বদিউল আলম, এম বাসেত রহমান, গিয়াস উদ্দিন, গাজিউল অপু, যুবদল নেতা আমানত হোসেন আমান, খলকুর রহমান, সাইফুর খান হারুণ, দেওয়ান কায়সার প্রমুখ।

বিােভ সমাবেশে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, সামসুল ইসলাম মজনু, জহিরুল ইসলাম মোল্লা, শরীফ লস্কর, বীর মুক্তিযোদ্ধা মো. মশিউর রহমান, সোহরাব হোসেন, পারভেজ সাজ্জাদ, দেওয়ান কাউসার, যুক্তরাষ্ট্র যুবদল নেতা মিজানুর রহমান মিজান, আতিকুল হক আহাদ, ফারুক হোসেন মজুমদার, শেখ হায়দার আলী, রিয়াজ মামুদ, জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক'র সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম চৌধুরী, কুমিল্লা জেলা (উত্তর) বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, দাউদকান্দি উপজেলা বিএনপির সহ-সভাপতি কেএম কামরুল আহছান, জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি অধ্যাপক নুরুল আমিন পলাশ,

সাইদুর রহমান ডিউক, ফোরামের সাবেক সভাপতি নাসিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, বি এম বাদশা, জাহাঙ্গীর হোসেন, এমলাক হোসেন ফয়সাল, ইঞ্জিনিয়ার মাইনুদ্দীন মিয়াজী, আল আমিন সুমন, মামুন হোসেন বিপ্লব, সেলিম আহমেদ, নাজমুল হাসান বাবু, নুরে আলম বিপু, সাইদুজ্জামান রিংকু, বাবুল আহমদ, রুহুল আমিন নাসির, মনির হোসেন, চৌধুরী তানিম, ফেরদৌসী আক্তার, লিজা আক্তার মুক্তা, রেজাউল করিম, কামাল উদ্দিন দীপু, ফরিদ খন্দকার, জাফর তালুকদার, যুবদল নেতা ফয়েজ চৌধুরী, জাফরুল হোসেন, সায়েম আহমেদ, শাহবাজ আহমেদ, শরিফুল খালিসদার, খন্দকার বাবুল আহমেদ, মনির হোসেন, আনোয়ার হোসেন, এনাম আহমেদ, রুহুল আমিন নাসির, সোহাগ আজগর, আলমগীর হোসেন মৃদা, আসাদুল মুরাদ, ফয়সল লস্কর, আহবাব চৌধুরী খোকন, সুব আলী প্রমুখ।

এ ছাড়াও বিশাল বিােভ সমাবেশে উপস্থিত ছিলেন ’৮০ ও ’৯০ দশকের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের সংগঠন বাংলাদেশি-আমেরিকান জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনকের সর্বস্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জিল্লুর রহমান জিল্লু বলেন, এই অবৈধ সরকারের সময় ফুরিয়ে এসেছে। যে কোনো সময় তাদের বিদায় ঘণ্টা বেজে যাবে। তবে এর জন্য আমাদের ঐক্যবদ্ধ থেকে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনার সময় এসেছে শ্রীলঙ্কার মতো অবস্থায়।

মিজানুর রহমান মিল্টন ভুইয়া অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তিনি আরো বলেন, শেখ হাসিনার পতন ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করবো এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। সেই সাথে তারুণ্যের আহঙ্কার তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনবো।

প্রতিবাদ সমাবেশ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, কাল্পনিক অভিযোগ ও মামলা প্রত্যাহার, গুম, খুন ও নির্যাতনের তীব্র নিন্দা ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপে তত্ত¡াবধায়ক সরকারের অধীনে করার দাবি করে বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম আনোয়ার।

শেয়ার করুন