২৮ মার্চ ২০১২, বৃহস্পতিবার, ০৮:৫৫:৪৪ অপরাহ্ন


ইন্টারনেট সার্ভিপহ ৩০ ডলার ছাড়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৫-২০২২
ইন্টারনেট সার্ভিপহ ৩০ ডলার ছাড়


আমেরিকায় স্বল্প আয়ের প্রায় ৫ কোটি বাড়িতে স্বল্পমূল্যে ইন্টারনেট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। ইতিমধ্যেই এটিএনটি, ভ্যারাইজোনসহ ১৭টি কোম্পানি এই স্বল্পমূল্যে সার্ভিস প্রদানে সম্মত হয়েছে। প্রতিটি পরিবারকে প্রতি মাসে ৩০ ডলার ছাড় দেয়া হবে। ইতিমধ্যেই এই সার্ভিস পেতে প্রায় ২ কোটি পরিবার সাইনআপ করেছে। গত ৯ মে হোয়াইট হাউসে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, হাই স্পিড ইন্টারনেট এখন বিলাসিতা নয়, এটা সময়ের তাগিদে প্রয়োজন। অ্যাফেডেবল কানেকটিভিটি প্রোগ্রাম নামে এই কর্মসূচিতে তারাই ছাড় পেতে পারেন, যাদের বার্ষিক আয় ফেডারেল প্রোভার্টি গাইডেন্সের ২০০ শতাংশের নিচে। অর্থাত যেসব পরিবার মেডিকেইড পায়, স্লাপ বেনিফিট পায়, হাউজিং অ্যাসিটেন্স পায়, পেলগ্র্যান্ট টিউশন অ্যাসিটেন্স পায় অথবা বিনামূল্যে বা কম মূল্যে স্কুল মিল পায় তারা এই কর্মসূচির সুবিধা পাবে। এই কর্মসূচিতে ১০০ ডলার ডিসকাউন্ট পাওয়া যাবে ল্যাফটপ, ডেস্কটপ কম্পিউটার ক্রয় করলে।

উল্লেখ্য প্রেসিডেন্ট বাইডেন তার নির্বাচনী প্রচারণায় এই প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আবেদনের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে- ৮৭৭-৩৮৪-২৫৭৫।

AFFORDABLECONNECTIVITR. GOV


শেয়ার করুন