০১ মে ২০১২, বুধবার, ০২:২৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে এবার বন্দুকধারীর গুলিতে তিন আইনশৃংলাবাহিনীর সদস্য নিহত ‘বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতিভা বিকাশে কোন ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না’ সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ


বাড়ি ক্রয়-বিক্রয়ে মর্টগেজ ওয়ার্ল্ডের সেমিনার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-১২-২০২২
বাড়ি ক্রয়-বিক্রয়ে মর্টগেজ ওয়ার্ল্ডের সেমিনার বক্তব্য রাখছেন এ এস এম মাইনউদ্দিন পিন্টু


উন্নত জীবনযাপনের জন্য বিশ্বের অন্যতম উন্নত দেশ আমেরিকায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন পাড়ি জমান। বাংলাদেশিরাও এর থেকে  পিছিয়ে নেই। আজ থেকে  ৫০ বছর পূর্বে বাঙালিরা এদেশে  জাহাজে  করে এসে  বসতি গড়েন। অন্য উপায়েও আমেরিকায় বাঙালিরা আসেন। এক পর্যায়ে বাঙালির দ্বিতীয় প্রজন্ম গড়ে ওঠে। যে কারণে পরিবার, আত্মীয়-স্বজনরা এখানে আসতে থাকেন, যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। প্রতিটি বাঙালির না হলেও পরিবার-পরিজন নিয়ে যারা এখানে রয়েছেন, তারা এখন আমেরিকাকেই নিজেদের দেশ মনে করেন বা দ্বিতীয় আবাসস্থল মনে করেন। দ্বিতীয় আবাসস্থলে থাকতে হলে অবশ্যই মাথা গোঁজার ঠাঁই দরকার। সে জন্যই অনেকেই স্থায়ী আবাসনের চেষ্টা করেন। অর্থাৎ বাড়ি ক্রয় করার চিন্তাভাবনা করেন। বাড়ি ক্রয় করতে গিয়ে অনেকেই নানাভাবে প্রতারিত হন। সমস্যায় পড়েন। নানাভাবে ভোগান্তির শিকার হন। বাংলাদেশিরা যাতে প্রতারিত না হন সেজন্য মর্টগেজ ওয়ার্ল্ড ব্যাংক বাড়ি ক্রয়-বিক্রয়ের জন্য এক সেমিনারের আয়োজন করে। যারা প্রথমবারের মতো বাড়ি ক্রয় করার কথা চিন্তা করছেন, তারা যেন সমস্যায় না পড়েন, ভুল-ভ্রান্তি না করেন, সঠিক নির্দশনা পান, মধ্যস্বত্বভোগীর চক্করে না পড়েন, সেজন্য এই সেমিনার ছিল গুরুত্বপূর্ণ। সমস্ত ঝামেলা থেকে বের হয়ে সুন্দর,  সহজভাবে, সঠিক ও সোজাপথে বাড়ি ক্রয়ে বিশেষ করে যারা নতুন  বাড়ি  ক্রয় করতে চান, তাদের জন্য গত ২৪ ডিসেম্বর ওজনপার্কের ৭৭ স্ট্রিটে অবস্থিত অ্যাঙ্কর ট্রাভেলসে মর্টগেজ ওয়ার্ল্ড ব্যাংকের সৌজন্যে এক পরামর্শ সভার আয়োজন করা হয়। প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে ব্যাপকসংখ্যক মানুষ সেমিনারে অংশগ্রহণ করেন। বিশেষ করে যারা বাড়ি ক্রয় করতে ইচ্ছুক, তাদের সংখ্যাই ছিল বেশি। সভার  শুরুতেই লোন অফিসার এএসএম মাইনউদ্দিন পিন্টু আলোচনার মুখ্য উদ্দেশ্য তুলে ধরেন। এরপর মর্টগেজ অফিসার শান্তানু বড়ুয়া প্রথম বাড়ি ক্রয়ের জন্য বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন। বাড়ি ক্রয় বিশেষ করে যারা প্রথম বাড়ি  ক্রয়ের পরিকল্পনা করছেন, অথচ  সঠিক  পরামর্শ, লোন পাওয়ার জন্য কি কি করতে হবে, কি দরকার, কত ধরনের লোন পাওয়া যায়, ডাউন পেমেন্ট, মাসিক কত পেমেন্ট করতে হবে, কীভাবে ক্রেডিট ভালো করা যায়, ভালো ঋণদাতা বের করা, কি কি ডকুমেন্ট লাগবে এসব বিষয় প্রামাণ্য চিত্রের  সাথে সাথে বিস্তারিত আলোচনা করেন সেল্স ডাইরেক্টর আবু সাঈদ চৌধুরী। তার উপস্থাপনা এতো সহজ ও সাবলীল ছিল যে বাড়ি ক্রয়ে অনেক উৎসাহিত হবেন। অপরদিকে মাইনউদ্দিন পিন্টু একজন ভালো সুহৃদ এবং যোগ্য সেলসম্যান। মানুষকে আপন করে নেয়ার ব্যাপারে তার বিশেষ গুণ রয়েছে। তার কাছ থেকে বাড়ি ক্রয় করলে কখনো প্রতারিত হবার সম্ভাবনা নেই।

শেয়ার করুন