২৯ মার্চ ২০১২, শুক্রবার, ১১:২৮:২৭ পূর্বাহ্ন


আইপিএল ২০২২
গুজরাটকে হারিয়ে দ্বিতীয় জয়ে মুম্বাই
ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৭-০৫-২০২২
গুজরাটকে হারিয়ে দ্বিতীয় জয়ে মুম্বাই জয়ের পর মুম্বাইয়ের অজি বোলার ড্যানিয়েল স্যামসকে ঘীরে উচ্ছাস/ছবি ক্রিকইনফো


আইপিলের চলমান আসরে পরপর দুই ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে নিজেদের উপস্থিতিটা জাষ্ট জানান দিচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। পয়েন্টশুন্য দলের জন্য বাজে এক উদহরন।


অন্তত সে লজ্জা থেকে বাচলো। এখন দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেলেও তলানীতেই মুম্বাইয়ের অবস্থান।



শেষ ম্যাচে জিতেছে তারা পয়েন্ট টেবিলের শীর্ষ দল গুজরাট টাইটানসের বিপক্ষে।


এ ম্যাচে প্রথম ব্যাটিং করে ১৭৭ রান করেছিল মুম্বাই ৬ উইকেট হারিয়ে। কিষান


করেছিলেন সর্বোচ্চ ৪৫। এ ছাড়া অধিনায়ক রুহিত শর্মার ৪৩ ও টিম ডেভিডের শেষের দিকের ২১ বলে চার ছক্কায় ৪৪ রান উল্লেখযোগ্য। টাইটানসের রশীদ খান নেন দুই উইকেট।


এরপর খেলতে নেমে গুজরাট সুচনা করেছিল শক্তিশালী দলের মতই। ওপেনাররা খেলে ১০৬ রানের পার্টনারশীপ। এ সময় আউট হন শুভমান গিল ৩৬ বলে ৫২ করে। অপর ওপেনার বেশীক্ষন টিকেনি এরপর। ঋদ্বিমান সাহা ৪০ বলে ৫৫ করে আউট হয়ে যান। তবে রান সংগ্রহের তুলনায় একটু বেশীই বল খরচা করে ফেলেন এ ব্যাটসম্যান। এতে কিছুটা চাপ পরে পরের ব্যাটসম্যানদের উপর।


সেটাই সমস্যার কারন হয়ে যায়। তবু জিতে যেত। কিন্তু শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে ম্যাচ অনুকুলে নিয়ে যান অজি বোলার স্যামস। লাইন লেন্থে বল রেখে ব্যাটসম্যানদের বিগ শট নিতে বিরত রেখে জিতিয়ে দেন মুম্বাইকে ৫ রানে। ২০ ওভারে ১৭২/৫ করেছিল গুজরাট। 

শেয়ার করুন