২৬ এপ্রিল ২০১২, শুক্রবার, ০২:২৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


এনওয়াইপিডিতে বাংলাদেশিদের পদোন্নতি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৬-২০২২
এনওয়াইপিডিতে বাংলাদেশিদের পদোন্নতি পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তারা


নিউইয়র্কের পুলিশ বাহিনীতে বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তাদের জয়যাত্রা অব্যাহত রয়েছে। তারা নিউইয়র্কের পুলিশ বাহিনীতে তারা সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। যার প্রেক্ষিতে নিউইয়র্কের পুলিশ বিভাগে বাংলাদেশিদের পদোন্নতি অব্যাহত রয়েছে। সর্বশেষ গত ২৭ মে পুলিশ কর্মকর্তা সৈয়দ আলী এবং পুলিশ কর্মকর্তা সুরঞ্জিত ডিটেকটিভ ৩য় গ্রেডে পদোন্নতি দেয়া হয়েছে। তাছাড়া অ্যাসোসিয়েট ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট লেভেল ১ (ট্রাফিক সুপারভাইজার) পদে পদোন্নতি লাভ করেছেন ট্রাফিক এজেন্ট রিতা আর দাস, সাইফ আলী, আফজাল এম রহমান, শহীদুল ইসলাম, এমডি এম রহমান, খোন্দকার এস সায়েম এবং মাসফিয়াত তানজিম।

গত ২৭ মে নিউইয়র্ক শহরের অদূরে কুইন্সে অবস্থিত পুলিশ একাডেমিতে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পদোন্নতির সনদ তুলে দেন নিউইয়র্ক পুলিশ বিভাগের বর্তমান পুলিশ কমিশনার কিসেন্ট সিওয়েল। অনুষ্ঠানে উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানান এনওয়াইপিডির ৬৯ প্রিসেক্টের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন খন্দকার আব্দুল্লাহ, বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপার) এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী, বাপার ট্রাস্টি অফিসার রাজীব ঘোষ, বাপার সাবেক ট্রাস্টি সার্জেন্ট আলী হাসানসহ বাপার অন্য সদস্যরা।

এদিকে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন করম চৌধুরী এক বিবৃতিতে পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ডিটেকটিভ ৩য় গ্রেডের পদ পাওয়া কঠিন ও সময়সাপে। বাংলাদেশি-আমেরিকান যারা গোয়েন্দা বিভাগে পদোন্নতি পেয়েছেন তাদের কাজ অনুকরণীয় এবং তারা আমাদের গর্ব, কমিউনিটির গর্ব। এছাড়া বাপার প থেকে জেনারেল সেক্রেটারি লেফটেন্যান্ট প্রিন্স আলম পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানান। 

এনওয়াইপিডি এখন বাংলাদেশি-আমেরিকানদের কাছে আকর্ষণীয় পেশায় পরিণত হয়েছে। নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের জয় জয়কার উল্লেখ করে বাপার মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার জনি জানান। বর্তমানে আনুমানিক ১ হাজার ৪৫০ জন বাংলাদেশি এনওয়াইপিডির বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন। যাদের মধ্যে ৪ জন ক্যাপ্টেন, ১ জন লেফটেন্যান্ট কমান্ডার, ১০ জন লেফটেন্যান্ট, ৪০ সার্জেন্ট ১২ জন ডিটেকটিভ এবং পুলিশ অফিসারসহ ৪৫০ জন ইউনিফর্ম অফিসার রয়েছেন। এছাড়াও এনওয়াইপিডিতে প্রায় ১,১০০ সিভিলিয়ান লোক নিযুক্ত রয়েছেন তারা স্কুল সেফটি এজেন্ট, ট্রাফিক এজেন্ট, স্কুল ক্রসিং গার্ড হিসেবে কর্মরত এবং সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।


শেয়ার করুন