২৭ এপ্রিল ২০১২, শনিবার, ০৬:৪৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


প্যাটারসনে হিফজ সম্পাদনকারী ছাত্রকে পাগড়ি প্রদান ও দোয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০১-২০২৪
প্যাটারসনে হিফজ সম্পাদনকারী ছাত্রকে পাগড়ি প্রদান ও দোয়া বক্তব্য রাখছেন সৈয়দ জুবায়ের আলী


গত ৩১ ডিসেম্বর রোববার বুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেটের প্যাটারসন সিটিতে সুনামধন্য ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান শাহজালাল-লতিফিয়া ইসলামিক সেন্টারের মাদ্রাসার হিফজুল বিভাগের ছাত্র ফারহান আহমেদ খান কোরআন শরিফের হিফজ সম্পন্ন করায় তার পরিবারের পক্ষ থেকে এক দোয়া মাহফিল আয়োজন করা হয়। শাহজালাল-লতিফিয়া ইসলামিক সেন্টারে সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল হামিদের পরিচালনায় মাহফিলে মাদ্রাসার পক্ষ থেকে অনাড়ম্ব অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র ফারহান খানকে পাগড়ি প্রদান করা হয়। পাগড়ি পরিয়ে দেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. আব্দুন নুর। এ সময় সঙ্গে ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও মসজিদ আল ফেরদৌসের খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ মঞ্জলালী, মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল হামিদ, শিক্ষক মাওলানা ফয়সাল আহমেদ, শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ মাওলানা আব্দুল ওয়াকিল, মাওলানা ইমরান আহমেদ, মাওলানা হোসেন আহমেদ, কারী মাহতাব আহমেদ, হাফেজ সৈয়দ খুবায়েব আলী, মাদ্রাসার কার্যক্রমের প্রশংসা করে ও মাদ্রাসার ছাত্রের হিফজ সম্পাদন করায় মাহান আল্লাহ আলার প্রতি শুকরিয়া আদায় করে বক্তব্য রাখেন প্যাটারসন সিটির কাউন্সিলম্যান শাহিন খালিক ও হাফিজ ফারহানের সুভাগ্যবান পিতা জিল্লুর খান, উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টাম-লীর সদস্যবৃন্দ, ছাত্রছাত্রীর অভিভাবকসহ কমিউনিটি নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক মুসল্লি। মিলাদ মাহফিল ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

শেয়ার করুন