১২ এপ্রিল ২০১২, বুধবার, ০৪:১২:৩৪ অপরাহ্ন


সিনেমায় আমি একজন আইটি এক্সপার্ট
আলমগীর কবির
  • আপডেট করা হয়েছে : ৩১-০৩-২০২২
সিনেমায় আমি একজন আইটি এক্সপার্ট সিয়াম আহমেদ


দেশকে সিয়াম আহমেদ


সিয়াম আহমেদ। বাংলাদেশী চলচ্চিত্রে সবচেয়ে সম্ভাবনাময় অভিনেতা হিসেবে আলোড়ন তুলেছেন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে নাটকে প্রশংসা কুড়িয়েছেন তিনি; তবে এখন তার সব ব্যস্ততা সিনেমাকে ঘিরে। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’ ছবিতে। নতুন ছবি এবং বর্তমান ব্যস্ততা নিয়ে সিয়াম কথা বলেছেন দেশ পত্রিকার সাথে।  

প্রশ্ন : নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন। কিন্তু আগে শুটিং সম্পন্ন হওয়া অনেক সিনেমা এখনো মুক্তি পায়নি। বিষয়টিকে কিভাবে দেখছেন?

সিয়াম আহমেদ : করোনার কারণে সিনেমা হলগুলো বন্ধ রয়েছে। তাই আমার সিনেমাগুলো মুক্তি পাচ্ছে না। এখন যদি সিনেমা মুক্তির জন্য নতুন কাজ বাদ দিয়ে দেই তাহলে তো প্রফেশন পরিবর্তন করতে হবে। আমার মনে হয় সব কিছু সহজভাবে নেয়া উচিত। করোনার কারণে কোনো কিছুই স্বাভাবিক অবস্থায় নেই। পরিবর্তিত অবস্থাকে মেনে নিয়ে আমাদের সামনে এগোতে হবে। সবাই তাই করছে; আমিও সবার বাইরে নই। 

প্রশ্ন : অন্তর্জাল সিনেমায় আপনার চরিত্র নিয়ে বলুন?

সিয়াম আহমেদ : অন্তর্জাল সিনেমার গল্প বর্তমান সময়কে নিয়ে লেখা হয়েছে। আমার জন্য যে চরিত্রটি বাছাই করা হয়েছে তার নাম লুুমিন। সে একজন আইটি এক্সপার্ট। সে কারো অধীনে চাকরি পছন্দ করে না, বরং কর্মসংস্থান তৈরি করতে পছন্দ করে। সে রাজশাহীতে থাকে। যখন যেটা ভালো লাগে সেটা করে। একসময় স্টার্টআপ দাঁড় করায়। সে একটু কমপ্লেক্স চরিত্রের। তাকে পর্দায় ফুটিয়ে তোলাটাই এখন আমার চাওয়া।


প্রশ্ন : আপনি পড়াশোনা করেছেন আইন বিষয়ে। সিনেমায় অভিনয় করবেন আইটি এক্সপার্ট হিসাবে। প্রস্তুতিটা কীভাবে নিচ্ছেন?

সিয়াম আহমেদ : আমার জন্য চরিত্রটা খুবই চ্যালেঞ্জিং। চাইলে তো আইটি এক্সপার্ট হয়ে যাওয়া সম্ভব না। তবে আমাদের কাজের জন্য যতটুকু বেসিক জানতে হবে, সেই বেসিকটাও খুব সহজ না। এটা ভিন্ন একটা জনরার কাজ। আমি আইটি এক্সপার্টদের নিয়ে স্টাডি করছি। তাদের থেকে ক্লাস নেয়ার চেষ্টা করছি। আমাদের অ্যাক্টিং ক্লাস চলছে, সেখান থেকে প্রোগ্রামিং শেখার চেষ্টা করছি আমরা। ডিরেক্টর দিপংকর দীপন দাদা অনেক মনোযোগী এ বিষয়ে। এই চরিত্র ফুটিয়ে তুলতে যথেষ্ট সময় দিতে হবে।

প্রশ্ন : অন্তর্জালে আপনার বিপরীতে কে আছেন? 

সিয়াম আহমেদ : আমার বিপরীতে বিদ্যা সিনহা মীম। তিনি অনেক মেধাবী অভিনেত্রী। দীর্ঘদিন ধরে নানান চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের দারুণ একটি অবস্থান তৈরি করেছেন তিনি। মীম এবার সাইবার জগতের একটি বড় সমস্যার মুখোমুখী হবেন। দেখা যাক, তিনি উতরে যেতে পারেন কিনা।

প্রশ্ন : আপনার বহু কাঙ্ক্ষিত দুটি সিনেমা ‘শান’ ও ‘অপারেশন সুন্দরবন’ কবে মুক্তি পাবে?

সিয়াম আহমেদ : সবকিছু নির্ভর করছে পরিস্থিতির ওপর। বিষয়টা এখন আর আমাদের হাতে নেই। 

প্রশ্ন : অনেকে তো সিনেমা ওটিটি প্লাটফর্মে মুক্তি দিচ্ছেন। এই দুটো সিনেমার ক্ষেত্রে এমন কোনো সম্ভাবনা আছে কিনা?

সিয়াম আহমেদ : যতটুকু জেনেছি আমার অভিনীত যে সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে সেগুলো সিনেমা হলেই মুক্তি দেবেন প্রযোজক, পরিচালকরা। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে না। সিনেমা মুক্তি দিতে পারছেন না বলে পরিচালক-প্রযোজকরা অনেক ক্ষতির মুখে পড়েছেন। কারণ, সিনেমা হলের কথা ভেবেই সেগুলো তৈরি করা হয়েছে।

প্রশ্ন : সিনেমা নিয়ে ভবিষৎ পরিকল্পনা কি?

সিয়াম আহমেদ : আপাতত জীবনটাকে সহজভাবে দেখার চেষ্টা করছি। নতুন কিছু করবো এ উদ্দেশ্য নিয়েই পরের দিনটার জন্য বাঁচি আমরা। আগের কাজটা ছাড়ানোর চেষ্টা করি। সবসময় হয়তো ভালো কাজ হয় না। কিছু মানুষ সন্তুষ্ট হলেও অনেক সময় সবাই সন্তুষ্ট হন না। সবার আগে যেটা গুরুত্বপূর্ণ আমি নিজে কাজ করে আনন্দ পাচ্ছি কিনা। ধারাবাহিকভাবে সিনেমায় কাজ করছি। কাজ করে আনন্দ পাচ্ছি এটাই সৌভাগ্যের। ক্যারিয়ারে যতটুকু অর্জন পুরো ব্যাপারটা ঘটিয়েছে দুইটা শ্রেণী। 

প্রথমত দর্শক কোনো আশা ছাড়া আমার উপর ভরসা রেখেছিলেন। প্রতিনিয়তই দর্শকদের ভালোবাসার প্রমাণ পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছেন পরিচালক। তাদের কাছে আমি ঋণী। এই মানুষগুলো যদি আমাকে নিয়ে চ্যালেঞ্জ না নিতেন তাহলে কাজও করতে পারতাম না, নিজেকে প্রমাণও করতে পারতাম না। তাই আমার ভবিষৎ পরিকল্পনা দর্শক ও পরিচালকদের উপর ছেড়ে দিয়েছি।


শেয়ার করুন