২৯ মার্চ ২০১২, শুক্রবার, ০৩:৫৯:২৬ অপরাহ্ন


সুপ্রিম কোর্টে ট্রাম্পের পাবলিক চার্জ রুল বাতিলে বাইডেনের আদেশ বহাল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৬-২০২২
সুপ্রিম কোর্টে ট্রাম্পের পাবলিক চার্জ রুল বাতিলে বাইডেনের আদেশ বহাল


উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার পর সুপ্রিম কোর্টের জাস্টিসরা ট্রাম্পের পাবলিক চার্জ রুল যে প্রেসিডেন্ট বাইডেন বাতিল করেছেন, সে বিষয়ে কোনো রুলিং জারি করতে অস্বীকৃতি জানিয়েছেন। গত বুধবার সুপ্রিম কোর্ট রিপাবলিকান পরিচালিত স্টেটসমূহ প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের জারিকৃত বিধান ডিফেন্ড করার এখতিয়ার আছে কিনা সে নিয়ে রুলিং দেয়ার বিষয়টি নাকচ করেছে। তারা চেয়েছিল যারা সরকারি সহায়তা চায় তাদের ইমিগ্রেশন বেনিফিট খর্ব করা যাবে কিনা? 

গত ফেব্রুয়ারি মাসে এ নিয়ে যুক্তিতর্ক শোনেন সুপ্রিম কোর্ট। জো বাইডেন প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের নীতি পরিত্যক্ত করেন। আবার নতুন করে রিপাবলিকান গভর্নররা তা বহাল করতে চায়।

চারজন বিচারক একযোগে এক পৃষ্ঠার এক সিদ্ধান্তে জানায় যে, একসময়ে কোনো নোটিশ ও কমেন্ট দ্বারা জারিকৃত বিধান পরবর্তী নোটিশ ও কমেন্ট দ্বারা বদলানো যায়, চিফ জাস্টিস জন রবার্টস, জাস্টিস ক্লারেন্স থমাস, স্যামুয়েল আলিটো ও নেইল গরসাচ তাতে সম্মত হন। অন্যরা কোনো মন্তব্য করেননি। এতে ডোনাল্ড ট্রাম্প প্রবর্তিত পাবলিক চার্জ রুল যে বাইডেন প্রশাসন বাতিল করেছে তা বহাল রয়ে গেল। 


শেয়ার করুন